Home> কলকাতা
Advertisement

Dilip Ghosh: আজই দুয়ে দুয়ে চার? দিল্লিতে দিলীপ ঘোষকে 'পার্টির বড় নেতা'র তলব!

Dilip Ghosh Samik Bhattacharya meet: পার্টি এখন সিনিয়র লোককে সভাপতি করেছে। তিনি নতুন পুরোনো মিলিয়ে কাজ করতে চাইছেন। আমি সঙ্গে আছি। 

Dilip Ghosh: আজই দুয়ে দুয়ে চার? দিল্লিতে দিলীপ ঘোষকে 'পার্টির বড় নেতা'র তলব!

অয়ন ঘোষাল: বিকালে সল্টলেকে বিজেপি দফতরে গিয়ে নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ। আর রাতেই দিলীপ ঘোষকে (Dilip Ghosh) কেন্দ্রীয় নেতৃত্বের দিল্লিতে তলব। দুয়ে দুয়ে চার করছেন অনেকেই। অনেকেই মনে করছেন ফের দলে গুরুত্ব পেতে চলেছেন দিলীপ ঘোষ (BJP Leader Dilip Ghosh)? যদিও কেন দিল্লিতে ডাকা হয়েছে বা কে তাঁকে দিল্লিতে ডেকেছেন, সেই বিষয়ে কিছুই খোলসা করেননি দিলীপ ঘোষ, তবে দিল্লি উড়ে যাওয়ার আগে প্রতিদিনের মতো এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দিলেন দিলীপ ঘোষ। 

সব জল্পনা শেষ?
সেই বন্ধুরা খুব কষ্টে আছে যারা আমাকে তৃণমূল কংগ্রেসে পাঠিয়ে দিয়েছিল। যারা নতুন অন্য পার্টির নাম দিয়ে আমাকে তার নেতা বানিয়ে দিয়েছিল। তাদের কাল থেকে কীভাবে চলে দেখি। কাল রাত থেকে তারা মিটিং করেছে এইবার কি ফান্ডা বের করা যায়। 

আপনি তো অভিমানী ছিলেন, এটা তো অস্বীকার করা যাবে না?
দলের সঙ্গে আমার দেওয়া নেওয়া সম্পর্ক নয়। রাজনীতি কারোর কাছে প্রফেশন। কারোর কাছে অকুপেশন। আমার কাছে মিশন। আমি কিছু দিতে এসেছি। পার্টি দায়িত্ব দিয়েছিল। আমি পালন করেছি মাত্র। ২৬ আমাদের কাছে একটা মাইলস্টোন। আমাদের সেটা পার করতে হবে। পার্টি এখন সিনিয়র লোককে সভাপতি করেছে। তিনি নতুন পুরোনো মিলিয়ে কাজ করতে চাইছেন। এগোতে চাইছেন। আমি সঙ্গে আছি। 

নতুন পুরোনো সংঘাত হবে না?
পুরোনোদের সবসময় গুরুত্ব থাকা উচিত। কারণ তারাই রক্ত দিয়ে ঘাম দিয়ে স্যাক্রিফাইস করে পার্টিকে দাঁড় করিয়েছেন। পার্টি ক্ষমতার কাছাকাছি এলে বহু লোক এসে জুটে যায়। সবাই আদর্শ নিয়ে আসে না। বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে। তাই নিতে হবে সবাইকে। পরিবেশ পজিটিভ করতে হবে। 

আপনি দায়িত্বে এলে নতুন পুরোনো অ্যাডজাস্ট করবেন কীভাবে?
এদের তো আমিই এনেছি। আমার সময়তেই এরা এসেছে। কেউ বলতে পারবে আমি কাউকে বঞ্চিত করেছি? দিলীপ ঘোষ যখন মনে করেছে, দলে আমার গুরুত্ব নেই, আমি সরে গেছি। যখন ডাকা হয়েছে তখন আমি গেছি। 

লক্ষ্য ২০২৬
২১-এ সাফ না হলেও হাফ হয়েছিল। এবার কর্মীরা বলেছেন আর ১০০ আসন চাই। আমরা লড়াই করে এইটা পার্টিকে পাইয়ে দেব। 

দিল্লি চলো
দিল্লি যাওয়া রাজনীতির ফ্যাশন। আমি দিল্লি গিয়েও জনসংযোগ করেছি। আজ কেউ না কেউ ডেকেছেন। পার্টির বড় নেতা! (কে ডেকেছেন কিছুতেই বললেন না দিলীপ) আমি তাই যাচ্ছি।

আরও পড়ুন, Dilip Ghosh: প্রবল বৃষ্টিতেই গলছে বরফ! আজ বিকালেই দিলীপ ঘোষ... পা রাখবেন...নিজে মুখেই বললেন...

আরও পড়ুন, Sarthak Banerjee: কলেজের 'হেড ক্লার্ক'-এর ৭ ফ্ল্যাট সহ ১৩ সম্পত্তি! 'গরিবের দলের' নেতাকে নিয়ে বিস্ফোরক অভিযোগে তোলপাড়...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More