Home> কলকাতা
Advertisement

Dilip Ghosh Marriage: গাঢ় প্রেমের লক্ষণ? বিয়ের সকালেই দিলীপের আইডিয়াল ভিলায় সাপ!

Dilip Ghosh: বিয়ের বাড়ি সকাল থেকে আনাগোনা শুরু হয়ে গিয়েছে ঘনিষ্ঠ মহলের। তার মধ্যেই ঢুকে বাড়িতে ঢুকে গেল একটা ভয়াবহ সাপ। অনেকের মতে, বিয়ের বাসরে সাপ ঢুকে পড়া মানে তা অবশ্যই ইতিবাচক। 

Dilip Ghosh Marriage: গাঢ় প্রেমের লক্ষণ? বিয়ের সকালেই দিলীপের আইডিয়াল ভিলায় সাপ!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে বিয়ের পিঁড়িতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছিল কানাঘুষো। সন্ধে গড়াতেই সামনে এল পাকা খবর। শুক্রবার সকাল থেকেই হইহই অনুষ্ঠান বাড়িতে, মানুষে মানুষে ছয়লাপ। আর এসবের মাঝেই আচমকা বাড়িতে ঢুকে পড়েছে সাপ। এরপরই হুলুস্থল কাণ্ড। কারও ক্ষতিও হয়নি। তবে সাময়িক একটা আতঙ্ক শুরু হয়েছিল।

আরও পড়ুন, Dilip Ghosh Marriage: ফোনেও নেমন্তন্ন মেলেনি! মন খারাপ, তবু দাদাকে শুভেচ্ছা দিলীপের ভাই ও পরিবারের...

কিন্তু জানেন কি বিয়ের আসরে এই সাপ কীসের ইঙ্গিত? অনেকের মতে, বিয়ের বাসরে সাপ ঢুকে পড়া মানে তা অবশ্যই ইতিবাচক। জ্যোতিষীদের অনেকেই যেটা মনে করেন তা হল, দম্পতিদের মধ্যে প্রেম ও স্নেহ বৃদ্ধি করে সাপ। অনেক বাড়িতে সন্তান আসারও ইঙ্গিত দেয় এই সরীসৃপ। তবে সকলের মত কিন্তু এক নয়, অনেকেরই দাবি বিয়ের আসরে সাপ দেখাটা সাধারণত অশুভ। 

শুক্রবার তাঁর নিউ টাউনের বাড়িতেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন বিধায়ক দিলীপ। আড়ম্বর পছন্দ নয় দিলীপের তাই ঘরোয়া অনুষ্ঠানেই চারহাত এক হবে। আমন্ত্রিতের সংখ্যাও হাতে গোনা। কাছের মানুষদের উপস্থিতিতেই হবে রেজিস্ট্রি, এমনটাই খবর। পাত্রীর নাম রিঙ্কু মজুমদার। তিনি বিবাহবিচ্ছিন্না। তাঁর একটি ছেলেও রয়েছে, যাঁর বয়স ২৫ বছর, সেক্টর ফাইভে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত। 

একেবারে ঘনিষ্ঠবৃত্তেই বিয়ে সারছেন দিলীপ-রিঙ্কু। বিজেপি নেতার তরফে থাকছেন তাঁর মা। রিঙ্কু মজুমদারের তরফে আসেবেন তাঁর মামা, মামি, মা ও ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয়। হাতে শাঁখা-পলা, কনের বেশে সাজতে পার্লারে, তিনিই জানান, মায়ের বিয়েতে খুশি রিঙ্কদেবীর ছেলেও। প্রাতঃভ্রমণে ৫১ বছর বয়সী রিঙ্কুর সঙ্গে আলাপ হয় ৬১ বছরের দিলীপের। সেই আলাপই শুক্রবার সন্ধ্যায় পরিণতি পেতে চলেছে।

আরও পড়ুন, Sukanta Majumder: 'হিন্দুরা ঘরে অস্ত্র রাখুন, অস্ত্র রাখা উচিত', দিলীপের পর এবার...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More