Home> কলকাতা
Advertisement

Santanu Sen: ডিগ্রি নিয়ে ‘ধোঁয়াশা’, নোটিস! অবশেষে ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল শান্তনু সেনের

Santanu Sen: এই নিয়ে তৃতীয়বার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে ডাকা হয় শান্তনু সেনকে। অভিযোগ না জানিয়ে গ্লাসগোর FRCP ডিগ্রি ব্যবহার করছিলেন চিকিত্‍সক। যদিও ডিগ্রি বিতর্কে রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে বারবারই চ্যালেঞ্জ ছুড়েছেন শান্তনু সেন। 

Santanu Sen: ডিগ্রি নিয়ে ‘ধোঁয়াশা’, নোটিস! অবশেষে ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল শান্তনু সেনের

অয়ন শর্মা: শান্তনু সেনের (Santanu Sen) ডাক্তারি লাইসেন্স ২ বছরের জন্য সাসপেন্ড করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। বৃহস্পতিবার তাঁকে ডেকেছিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। আর সেখানেই দোষী সাব্যস্ত হন তিনি। শুধু রেজিস্ট্রেশন না করে ডিগ্রি ব‌্যবহার নয়, মেডিক‌্যাল কাউন্সিলের আরও অভিযোগ ডিগ্রির বিষয়টি স্পষ্ট করে প্রফেশনাল লেটার হেডে লেখেননি ডাঃ সেন। 

আরও পড়ুন, Kasba Law College Incident: কসবা গণধ*র্ষ*ণকাণ্ডে পুলিসের কাছে মনোজিতের 'বড়' স্বীকারোক্তি...

কাউন্সিলের চিঠি পাওয়ার পর যথাযথভাবে আবেদন করে রেজিস্ট্রেশন নথিভুক্ত করার জন্য ১০ হাজার টাকা জমা করেছেন তিনি। সেই টাকাও ফেরত দেওয়া হচ্ছে না বলে অভিযোগ শান্তনুর। যদিও রেজিস্ট্রেশন বাতিল নিয়ে জি ২৪ ঘণ্টাকে তিনি জানিয়েছেন, ঘটনা সম্পর্কে এখনও বিশদে কিছু জানেন না তিনি। পুরো বিষয়টি জানার পরেই কোনও মন্তব্য় করতে পারবেন। 

শান্তনু নিজে একসময়ে রাজ্য় মেডিক্যাল কাউন্সিলে সরকার মনোনীত সদস্য ছিল। কিন্তু আরজি কর কাণ্ডে পর যখন তৃণমুলের সঙ্গে দূরত্ব বাড়ে, তখন রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। সেই শান্তনুকেই এবার দোষী সাব্যস্ত করল মেডিক্যাল কাউন্সিল। অভিযোগ, কাউন্সিলে নথিভুক্ত নয়, এমন ডিগ্রি ব্যবহার করছিলেন এই চিকিত্‍সক নেতা। তদন্তে কমিটি রিপোর্টে অভিযোগের সত্যতা প্রমাণিত। 

এর আগে ডিগ্রি বিতর্কে শান্তনু সেন বলেছিলেন, 'আমি একশো শতাংশ সঠিক। যদি ওরা নিজেদেরকে না শোধরায়, ব্যক্তিগত আক্রোশে এই ধরণের অন্যায় কাজ করে, আমি উচ্চতর কর্তৃপক্ষের কাছে যাব। না হলে ন্যায়ালয়ের মধ্য়ে দিয়ে কীভাবে সত্যকে প্রতিষ্ঠিত করতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে'। শান্তনুর দাবি, ওয়েস্ট বেঙ্গল মেডিক্য়াল কাউন্সিল ব্যক্তিগত আক্রোশ ও প্রতিহিংসার কারণে, আমার সঙ্গে যে অন্যায় করছে, সেটা পেনাল এথিক্যাল কমিটি আমাকে ডাকার পর, তথ্য-প্রমাণ-সহ প্রমাণ করে দিয়েছি। তারপরেও আমার কাছে একটা চিঠি এসেছে'। 

আরও পড়ুন, New BJP President Samik Bhattacharya: 'এবার দুশো পার নয়, তৃণমূলকে পরপারে পাঠাব'!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More