জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাঙালির শ্রেষ্ঠ উৎসবে শামিল Zee ২৪ ঘণ্টা ডিজিটাল। দুর্গা পুজোয় এবার 'আমার 'e' উৎসব'। ছ'টি ক্যাটেগরিতে শ্রেষ্ঠত্বের বিচারে শহরের নির্বাচিত পুজোকে বেছে নেওয়া হবে। তাদের হাতে তুলে দেওয়া হবে শারদ সম্মান। সেরা স্বাস্থ্যসচেতন পুজো, সেরা সেলফি জোন, সেরা দর্শকবান্ধব পুজো , সেরা Wi-Fi জোন, সেরা পোষ্যবান্ধব পুজো ও ব্যতিক্রমী-দেরই অন্বেষণ চলবে। ভিড়ের মধ্যেও ভিন্নদের খুঁজে নেবে Zee ২৪ ঘণ্টা ডিজিটাল। তাদেরকেই করা হবে সম্মানিত। 'আমার 'e' উৎসব'-এর সব আপডেটের জন্য চোখ রাখুন জি ২৪ ঘণ্টার ফেসবুক পেজে (https://www.facebook.com/Zee24Ghanta)।
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা