শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়: বাঙালি এবং দুর্গাপুজো অঙ্গাঙ্গিভাবে যুক্ত। গত কয়েক মাস ধরে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস একাধিক রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে সরব। এই পরিস্থিতিতেই আজ দুর্গাপুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিকেল ৫টায় বৈঠক। আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী বাঙালি অস্মিতা এবং বাংলা ভাষার সম্মান নিয়ে পুজো কমিটিলোর কাছে কোনও আবেদন রাখেন কিনা সেই দিকে নজর রয়েছে সবার। পাশাপাশি, এদিনের বৈঠকেই পুজো কমিটিগুলোকে মানে ক্লাবগুলিকে সরকারের পক্ষ থেকে ১ লাখ আর্থিক অনুদান (Puja Donation) দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ঘোষণা করেন কিনা, তা নিয়েও চলছে জল্পনা কানাঘুষো।
প্রসঙ্গত, ২০২৪-এ বাজেট ঘোষণার দিনই পুজো কমিটিগুলিকে বাড়তি অনুদানের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ক্লাব ও পুলিসকে নিয়ে বৈঠকের পর জানিয়েছিলেন, ক্লাবগুলিকে ৮৫ হাজার টাকা অনুদান দেওয়ার কথা। ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮৫ হাজার টাকা অনুদানের ঘোষণা করেছিলেন তিনি। পাশাাপশি, আগামী বছর মানে ২০২৫-এ এই অনুদাখ ১ লাখ টাকা করে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। আজ সেই ঘোষণা হয় কিনা, সেটা বলবে সময়! উল্লেখ্য, প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা দিয়ে শুরু হয়েছিল এই অনুদান।
গতবছর ক্লাব ও পুলিসকে নিয়ে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন, "ক্লাবগুলোকে ২৫ হাজার দিয়ে শুরু করেছিলাম। এবার ক্লাবগুলোকে ৮৫ হাজার টাকা অনুদান দেব। আগের বার ৭০ হাজার টাকা দিয়েছিলাম। আগামী বছর ১ লাখ করে দেব।" উল্লেখ্য, ক্লাবগুলিকে পুজোর অনুদান বাড়ানোর সঙ্গে সঙ্গে বিদ্যুতের মাশুলে গতবার ৫০ শতাংশ ছাড়ের কথাও ঘোষণা করেন মমতা। ৪৩ হাজার ক্লাবকে ৮৫ হাজার টাকা করে অনুদান দিতে রাজ্য সরকারের মোট খরচ হয়েছিল ৩৬৫ কোটি ৫০ লাখ টাকা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)