Home> কলকাতা
Advertisement

Mamata Banerjee: ' গতবছরের তুলনায় ১১ গুণ বেশি জল ছেড়ে DVC বাংলাকে ডুবিয়েছে...'

Mamata Banerjee on DVC: ২০২৪ সালের তুলনায় এ বছর DVC-র জল ছাড়ার পরিমাণ ১১ গুণ বেড়েছে, ২০২৩ সালের তুলনায় বেড়েছে ৩০ গুণ!! দক্ষিণবঙ্গে বন্যা ঘটানোর জন্য এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা। এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বাংলাকে বিপদে ফেলার জন্য এটা আরো বেশি বেশি করে ঘটাতে থাকা ম্যান-মেড বিপর্যয়।

Mamata Banerjee: ' গতবছরের তুলনায় ১১ গুণ বেশি জল ছেড়ে DVC বাংলাকে ডুবিয়েছে...'

প্রবীর চক্রবর্তী: DVC-র 'বন্যা নিয়ন্ত্রণ' আবারও বাংলাকে ‘ডুবিয়ে’ দিয়েছে। DVC-র এবারের ব্যর্থতা শুধু অন্যান্যবারের থেকে বেশিই নয়, অভূতপূর্ব। 

স্পষ্টতই, কেন্দ্রের দ্বারা পরিচালিত এই সংস্থাটি ক্রমশ আরো বেশি বেশি করে বাংলা-বিরোধী হয়ে উঠছে। সারা ভারতে কেন্দ্রীয় সরকার যে বাংলা-বিরোধী পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, তার সঙ্গে সাযুজ্য রেখে এই পরিস্থিতিকে দেখতে হবে। 

২০২৪ সালের তুলনায় এ বছর DVC-র জল ছাড়ার পরিমাণ ১১ গুণ বেড়েছে, ২০২৩ সালের তুলনায় বেড়েছে ৩০ গুণ!! দক্ষিণবঙ্গে বন্যা ঘটানোর জন্য এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা। এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বাংলাকে বিপদে ফেলার জন্য এটা আরো বেশি বেশি করে ঘটাতে থাকা ম্যান-মেড বিপর্যয়।

তথ্যই সব বলে দিচ্ছে:
•২০২৪ সালের জুন ও জুলাই মাসে DVC থেকে জল ছাড়া হয়েছে: ৪,৫৩৫ লক্ষ কিউবিক মিটার
•২০২৫ সালের জুন ও জুলাই মাসে DVC থেকে জল ছাড়া হয়েছে: ৫০,২৮৭ লক্ষ কিউবিক মিটার

এই বছর এই বিপুল ও নজিরবিহীন পরিমাণ জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বিধ্বস্ত হয়েছে, বিপুল ফসল নষ্ট হয়েছে, প্রচুর বাঁধ ভেঙেছে, অসংখ্য রাস্তা ভেঙেছে এবং হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে – তাদের জীবনে বিপর্যয় নেমে এসেছে। 

বাংলায় বন্যা ঘটানোর জন্য জল ছাড়ার পরিমাণ যেভাবে  ক্রমাগত বাড়ছে, তা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক। এর মধ্যে আমি স্পষ্টই গভীর ষড়যন্ত্র  দেখতে পাচ্ছি!

অবিলম্বে এসব বন্ধ হওয়া দরকার।

আরও পড়ুন: Pahalgam Terrorist Identity: ২০২২ থেকেই ভারতে বসে ছিল পহেলগাঁওয়ের জঙ্গিরা! তদন্তে বেরোচ্ছেে চিন-যোগও...

আরও পড়ুন: Woman MP chain snatched in Delhi: নিরাপত্তা কই? দূতাবাসের সামনেই আক্রান্ত মহিলা সাংসদ, দিল্লিতে দুষ্কৃতীরা ছিনিয়ে নিল সোনার হার...

মুখ্যমন্ত্রীর ট্যুইট-  

 
Read More