Home> কলকাতা
Advertisement

Metro Service: উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝেই ফের বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো! সপ্তাহান্তে...

Metro Service: হাওড়া ময়দান থেকে এসপ্লানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ কোনও রুটেই চলবে না মেট্রো।

 Metro Service: উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝেই ফের বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো! সপ্তাহান্তে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝেই ফের বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। এবার ২ দিন! কবে? ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে ও তার পরের ৯ মার্চে  হাওড়া ময়দান থেকে এসপ্লানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ কোনও রুটেই চলবে না মেট্রো।  চলতি সপ্তাহের শেষে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা।

আরও পড়ুন:  Kasba Mysterious death: সাদা দেওয়ালে লেখা 'নোট'... হালতুকাণ্ডে হাসিখুশি দম্পতির 'রহস্যমৃত্যুতে' আটক নিকটাত্মীয়-ই!

ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ শেষ হয়নি এখনও। এই রুটে দু'ভাগে চলছে মেট্রো। হাওড়া ময়দান থেকে এসপ্লানেড আর শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ। এসপ্লানেড থেকে শিয়ালদহ পর্যন্ত অংশে অবশ্য মেট্রো চালুর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো অবশ্য তৈরি করে গিয়েছে। ওই অংশটি এখন শুধু সিগন্য়ালিং ব্যবস্থায় আওতায় আনতে হবে। ফেব্রুয়ারিতে দু’দফায় আটদিন পরিষেবা বন্ধ রেখে ট্রায়াল রান হয়েছিল। মেট্রোর তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শনি-রবিবার একইভাবে পরিষেবা বন্ধ রেখে আরও  নিবিড়ভাবে পরীক্ষা নিরীক্ষা চলবে।

এর আগে, ফেব্রুয়ারিতে যখন দু'দফায় ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ ছিল, তখন যাত্রীদের চাপ সামলাতে  হাওড়া থেকে ধর্মতলার মধ্যে বেসরকারি বাসের 'ট্রিপ' বাড়ানো হয়েছিল। সঙ্গে   উল্টোডাঙা-সল্টলেক রুটেও। এমনকী, , কিছু ক্ষেত্রে সরকারি বাসের শাটল পরিষেবা চালু হয়েছিল। ন্তু পরিস্থিতি যে পুরোপুরি সামাল দেওয়া গিয়েছিল, তা কিন্তু নয়। বিশেষ করে শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে যাঁরা সেক্টর ফাইভে যান, রীতিমতো সমস্য়ায় পড়েছিলেন তাঁরা।

আরও পড়ুন:  Tangra Tripple Murder | Prasun Dey: স্ত্রী রোমিকে সঙ্গে নিয়ে একমাত্র মেয়েকেও খুন! কীভাবে? হাড়হিম স্বীকারোক্তি প্রসূন দে-র...

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More