Home> কলকাতা
Advertisement

বই পাওয়ার সহজ উপায়

বাংলা সাহিত্যের পাঠকদের জন্য সুখবর। আস্ত একটা অ্যাপস শুধুমাত্র বাংলা বইয়ের জন্য। কলেজস্ট্রিটের রেটে মিলবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট। বিশেষ দিনে বই কেনায় ছাড় পাবেন আরও বেশি। অ্যাপসের মাধ্যমে এখন ঘরে বসেই পেয়ে যাবেন পছন্দের বাংলা বই।

বই পাওয়ার সহজ উপায়

ওয়েব ডেস্ক: বাংলা সাহিত্যের পাঠকদের জন্য সুখবর। আস্ত একটা অ্যাপস শুধুমাত্র বাংলা বইয়ের জন্য। কলেজস্ট্রিটের রেটে মিলবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট। বিশেষ দিনে বই কেনায় ছাড় পাবেন আরও বেশি। অ্যাপসের মাধ্যমে এখন ঘরে বসেই পেয়ে যাবেন পছন্দের বাংলা বই।

(অনেক বাঙালি পাঠক আছেন যাঁরা সব সময় হাতের নাগালে বাংলা বই পান না, তাঁদের জন্য- BROWSER এ গিয়ে টাইপ করুন rubanshop.com। আপনার সামনে খুলে যাবে বাংলা বইয়ের বিশাল সম্ভার। বই নির্বাচনের জন্য আলাদা আলাদা সেগমেন্ট করা আছে। সেখানে গিয়ে খুঁজে নিতে পারেন আপনার পছন্দের বই। আবার search অপশনে গিয়ে সরাসরি বইয়ের নাম দিয়েও সার্চ করতে পারেন।

যে বিষয়ের ওপর বই আপনি কিনবেন,  সেই বিষয়ের ওপর আর কী কী বই আছে, tagging অপশনে গিয়ে তাও জানতে পারবেন। ঘরে বসে পছন্দের বই কেনায় কতটা ডিসকাউন্ট পাবে বাংলা সাহিত্যপ্রেমীরা?  (২০ শতাংশ ছাড়,  এছাড়াও বিশেষ দিনে ছাড়,  যেমন আখতারুজ্জামান ইলিয়াসের জন্মদিন, বিয়ের মরশুমেও ছাড়)।

সরস্বতী পুজো, ভ্যালেন্টাইনস ডের মতো বিশেষ দিনগুলোর জন্যও থাকছে বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা। ক্যাশ অন ডেলিভারি অথবা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে রুবান শপ ডট কম থেকে বই কেনা যাবে। অর্ডার দেওয়ার সাতদিনের মধ্যে বাড়িতে পৌছে যাবে পছন্দের বই।

Read More