Home> কলকাতা
Advertisement

SIR in Bengal: নাগরিকত্ব প্রমাণের তালিকা বদল! বাংলায় SIR নিয়ে বড় আপডেট...

SIR in Bengal:  কমিশন সূত্রে খবর, অগস্টের শুরুতেই জারি করা হতে পারে বিজ্ঞপ্তি। শুধু বাংলা নয়, স্বাধীনতা দিবসের পরেই অন্য রাজ্যগুলিতে SIR বা ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে যাবে। 

SIR in Bengal: নাগরিকত্ব প্রমাণের তালিকা বদল! বাংলায় SIR নিয়ে বড় আপডেট...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: জল্পনা চলছিলই। বাংলায় SIR এখন সময়ের অপেক্ষা! কোন কোন নথি নাগরিকত্বের প্রমাণ? সেই তালিকা বদলের সম্ভাবনা। কমিশন সূত্রে তেমন খবর।

আরও পড়ুন:  Helpline for Migrant Workers: ভিনরাজ্যে বিপদ! বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্পলাইন নম্বর চালু পুলিসের.

কমিশন সূত্রে খবর, অগস্টের শুরুতেই জারি করা হতে পারে বিজ্ঞপ্তি। শুধু বাংলা নয়, স্বাধীনতা দিবসের পরেই অন্য রাজ্যগুলিতে SIR বা ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে যাবে। এখন বিহারে নাগরিকত্ব প্রমাণের জন্য ১১ পরিচয় ব্যবহার করা হয়েছে। সীমান্তবর্তী রাজ্য বাংলায় নাগরিকত্ব প্রমাণের তালিকা বদলের সম্ভবনা। পরিচয়পত্রের সংখ্যা বাড়তেও পারে, আবার কমতেও পারে। আলাদা তালিকা প্রকাশ করবে কমিশন।

এদিকে বিহারে SIR নিয়ে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এখনই স্থগিতাদেশ নয়, কমিশনকে আধার কার্ড, এপিক কার্ড ও রেশন কার্ড বিবেচনার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আগামীকাল, সোমবার ফের মামলাটি শুনানি সুপ্রিম কোর্ট। 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'পুরো বিষয়টা, তারা SIR আটকাতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে. রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানরা, তাঁকে ১০০ শতাংশ ভোট দেন। তাই তিনি ছাপ্পা মেরে ২ কোটি ৭৫ লক্ষ ভোট পেয়েছেন। আর বিজেপি ২ কোটি ৩৩ লক্ষ ২৭ হাজার ভোট পেয়েছে। যেখানে মুসলিমদের অংশগ্রহণ ১ শতাংশেরও কম। হাতেগোনা রাষ্ট্রবাদী মুসলিম। বাকি সবটাই মূলত সনাতনীদের ভোট এবং আদিবাসীদের ভোট'।

আরও পড়ুন:  Bengali Migrant labour issue in Delhi: ভাষা-হেনস্থার আবহেই দিল্লিতে পরিযায়ী বাঙালি দম্পতির রহস্যমৃত্যু! বাংলায় গ্রামে পড়ে সন্তান...

বিহারে ৭৩ লক্ষ ভোটারের তথ্য নিয়ে উদ্বেগে কমিশন।  বিজ্ঞপ্তিতে উল্লেখ, প্রায় ২৯.৬২ লক্ষ ভোটারের ফর্ম এখনও জমা পড়েনি। ৪৩.৯৩ লক্ষ ভোটারকে আবার তাঁদের ঠিকানায় পাওয়া যায়নি। দুটি তালিকাই বিহারের ১২ রাজনৈতিক দলকে পাঠিয়ে দিয়েছে কমিশন। জেলা সভাপতি ও দেড় লক্ষ BLA-দের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকেই ভোটারদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। কমিশন জানিয়েছে, ১ অগাস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকা থেকে যেন কোনও যোগ্য ভোটার বাদ না পড়েন। পুরো প্রক্রিয়াটি চলছে মিশন মোডে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More