অর্কদীপ্ত মুখোপাধ্যায়: ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার বাদ দিতে নজিরবিহীন পদক্ষেপ। রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার ডেটাবেস এবার যুক্ত করা হচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে। ফলে যখন জন্ম বা মৃত্যুর রেজিস্ট্রেশন করা হবে, তখন কমিশনের সিস্টেমেও সেই তথ্য নথিভুক্ত হয়ে যাবে।
মৃত যিনি, তিনি হয়ে যান জীবিত। আর জীবিত যিনি, তিনি হয়ে যান মৃত! ভোটার তালিকায় এমন বিভান্তির শিকার হন অনেকেই। কিন্তু তেমনটা আর হবে না। কমিশন সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের তথ্য ভিত্তিতেই ভোটার তালিকা মৃত ভোটারের নাম দ্রুত ও সহজ পদ্ধতিতে বাদ দেওয়া সম্ভব হবে। একটি বিশেষ সফটওয়্যার বা সিস্টেমের সঙ্গে ইতিমধ্যেই ইলেক্টোরাল রেজিস্টেশন অফিসার বা ইআরও এবং বুথ লেভেল অফিসারদের বা বিএলওদের যুক্ত করা হয়েছে। ফলে জন্ম বা মৃত্যুর রেজিস্ট্রেশন হলেই সেই তথ্য একেবারেই ভোটার তালিকা তৈরীর কাজে যুক্ত কর্মীর কাছে পৌঁছে যাবে।
এর আগে, ভুয়ো ভোটার ইস্যুতে কার্যত তোলপাড় হয়েছিল গোটা দেশ। চলতি বছরের ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, 'বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, তাই বাইরের লোকের নাম ঢোকাচ্ছে'। এরপর রাজ্যদজুড়ে 'ভুতুড়ে' ভোটার ধরতে ময়দানে নামেন তৃণমূলের নেতা-কর্মীরা। কমিশনে তখন জানানো হয়েছিল, 'আগামী তিন মাসের ডুপ্লিকেট EPIC নম্বরের সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে'।
বিবৃতিতে উল্লেখ, 'ডুপ্লিকেট EPIC নম্বরের সমস্যা দীর্ঘদিনের। নম্বর বরাদ্দের সময় কিছু ভুলের কারণে বিভিন্ন রাজ্যে একাধিক ব্যক্তিকে একই নম্বর দেওয়া হয়েছে। এবার প্রযুক্তিগত দল ও সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে আলোচনা করে প্রতিটি ভোটারকে একক EPIC নম্বর দেওয়ার ব্যবস্থা করা হবে'।
আরও পড়ুন: LPG Price: মাসের প্রথমেই কমল গ্যাসের দাম, তবে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)