অয়ন ঘোষাল: দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলায় শহরের একাধিক ঠিকানায় ইডি অভিযান(ED Raid)। মুকুন্দপুর এলাকার উত্তলিকা স্কাই রাইজ বিল্ডিংয়ের ২০ তলার ১৭ নম্বর ফ্ল্যাটের আসল মালিক বিশাখা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি বহু বছর হল বাইরে থাকেন। তার ফ্ল্যাট ভাড়ায় দেওয়া। ইডি এই ফ্ল্যাটে লেসলি অ্যান্থনি নামে এক ব্যক্তির খোঁজে এসেছে।
ফ্ল্যাটটি লেলসি ভাড়া নিয়েছিল প্রায় বছর খানেক আগে। পরে লেসলি অ্যান্থনি নিজেও এই ফ্ল্যাট ছেড়ে অন্য ঠিকানায় চলে যান। তিনি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। ব্যাঙ্ক লেনদেন সংক্রান্ত একটি বড় অঙ্কের আর্থিক তছরুপ মামলায় তার নাম উঠে এসেছে।
দিল্লির এক দম্পতি সেবিতে(SEBI) মামলা করেন। অভিযোগ ৯৩ কোটি টাকা অ্যান্থনি এবং তার সংস্থা BRH WEALTH CREATOR নামে কলকাতা স্থিত একটি কোম্পানি যার মালিকের নাম মুরুগেশ দেবসারিয়া। ২০০৪ সালে রেজিস্টার হওয়া এই কোম্পানি কলকাতার তাপসিয়া এলাকায় অফিস খোলে।
ব্যক্তিগত বিনিয়োগ এবং শেয়ার কেনাবেচার ওপর লক্ষ্য রেখে ফোন নম্বর জোগাড় করে সেই ব্যক্তিকে নির্দিষ্ট কিছু শেয়ার কেনার জন্য প্রভাবিত করত। দিল্লির দম্পতির কাছে এই মর্মে সাড়ে ৩ কোটি টাকা নিয়ে আত্মসাৎ করা গিয়েছিল। মোট এইভাবে মার্কেট থেকে ৯৩ কোটি টাকা তছরুপ করা হয়। মুরুগেশ কে সম্প্রতি গুজরাটের ভাদোদারা এলাকা থেকে গ্রেফতার করা হয়। একটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এই আর্থিক প্রতারণা চলত। সেই ব্যাংকের বড় পোস্টে অ্যান্থনি কাজ করে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)