Home> কলকাতা
Advertisement

Recruitment Scam: পোস্টিং দুর্নীতি মামলার তদন্তে এবার ইডি! নির্দেশ হাইকোর্টের

'প্রয়োজনে ৩৫০ জন অভিযুক্ত শিক্ষককে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা', নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মামলার পরবর্তী শুনানি  ২৮ অগস্ট।

Recruitment Scam: পোস্টিং দুর্নীতি মামলার তদন্তে এবার ইডি! নির্দেশ হাইকোর্টের

অর্ণবাংশু নিয়োগী: সিবিআই তদন্ত চলবে। পোস্টিং দুর্নীতি মামলায় এবার যুক্ত করা হল ইডি-কেও! হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, প্রয়োজনে ৩৫০ জন অভিযুক্ত শিক্ষককে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

আরও পড়ুন: Jadavpur University Student Death: 'বিভিন্ন ঘরে ঘুরে দিতে হয়েছিল শরীরের বিবরণ, এমনকি পুরুষাঙ্গেরও!'

ঘটনাটি ঠিক কী? অভিযোগ, ২০২০ সালে বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ এ বীরভূমের যাঁরা প্রাথমিক শিক্ষক প্রাথমিক শিক্ষক পদে চাকরি পান, কাউন্সেলিংয়ে তাঁদের জানতে চাওয়া হয়, কোন জেলায় পোস্টিং চান? বেশিরভাগ চাকরিপ্রার্থীই নিজের জেলাতেই পোস্টিং চেয়েছিলেন। কিন্তু তখন তাদের বলা হয়, সংশ্লিষ্ট জেলায় কোনও পদ খালি নেই। অথচ কিছুদিন পরে ওই জেলায় পদ খালি হয়ে যায়। এমনকী, সেই পদে নিয়োগও হয়ে যায়!

কীভাবে? হাইকোর্টের পোস্টিং দুর্নীতি মামলার তদন্তে নেমেছে সিবিআই। শুধু তাই নয়, প্রায় যুদ্ধকালীন তৎপরতায় দু'দফায় মানিক ভট্টাচার্যকে জেরাও করেছেন তদন্তারীরা। তাহলে? এই মামলায় আর্থিক লেনদেন বিষয়ে তদন্ত করবে ইডি। সাতদিনের মধ্যে মামলার যাবতীয় তথ্য প্রকাশ করতে হবে একটি বাংলা ও একটি হিন্দি সংবাদপত্রে। সঙ্গে মামলাকারীর আইনজীবীর ফোন নম্বরও। ২৮ অগস্ট মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন:  Jadavpur University Student Death | Mamata Banerjee: স্বপ্নদীপের বাবাকে ফোন মুখ্যমন্ত্রীর! সুবিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস

এদিকে প্রেসিডেন্সি সংশোধানাগারে মানিক ভট্টাচার্যকে জেরার ভিডিয়োগ্রাফি করে সিবিআই। ভিডিয়ো আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশে অবশ্য স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এদিন শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'সুপ্রিম কোর্টের নির্দেশ যা মনে হয়েছে, সুপ্রিম কোর্টে তদন্তে কোনও বাধা দেয়নি। তদন্ত চলতে পারে'। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More