Home> কলকাতা
Advertisement

Mid Day Meal Scam: 'এই রিপোর্ট বিজেপির রাজ্য দফতরে বসেও লেখা হতে পারে'

এ রাজ্যে মিড-ডে মিলে ১০০ কোটি কারচুরি! কেন্দ্রের রিপোর্টের শোরগোল পড়ে গিয়েছে। 

Mid Day Meal Scam: 'এই রিপোর্ট বিজেপির রাজ্য দফতরে বসেও লেখা হতে পারে'

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: এ রাজ্যে মিড-ডে মিলে ১০০ কোটি কারচুরি! 'এই রিপোর্ট বিজেপির রাজ্য দফতরে বসেও লেখা হতে পারে', কেন্দ্রকে পাল্টা নিশানা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

বাংলায় মিড-ডে মিলেও দুর্নীতি? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই বিষয়টি খতিয়ে দেখতে রাজ্যে আসে কেন্দ্রের যৌথ পর্যালোচনা মিশন (JRM)। এই প্রকল্পের পোশাকি নাম, পিএম পোষণ।

আরও পড়ুন: Primary Recruitment Scam: 'মারাত্মক প্রবণতা, অতিচালাকি বরদাস্ত করা যাবে না', নিয়োগ দুর্নীতি মামলায় মন্তব্য বিচারপতির

গত ২৪ মার্চ রিপোর্ট জমা দেয়  যৌথ পর্যালোচনা মিশন। রিপোর্টে উল্লেখ, রাজ্য সরকার জানিয়েছিল বিভিন্ন স্তরে স্কুলে এনরোল করা পড়ুয়াদের গড়ে ৯৫ শতাংশকে মিড ডে মিল দেওয়া হয়। কিন্তু দেখা গিয়েছে, স্কুলগুলিতে মাত্র ৬০ থেকে ৮৫ শতাংশ পড়ুয়া প্রতি বছরে এই মিড ডে মিল নেয়। শুধু তাই নয়, প্রায় ১৫ কোটি মিল বেশি সার্ভ করা হয়েছে বলে দেখানো হয়েছে! আর তাতেই খরচ হয়ে গিয়েছে ১০০ কোটি টাকার বেশি!

কেন এমন বেনিয়ম? এদিন সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, 'কেন্দ্রীয় সরকার মিড-ডে মিল নিয়ে অসহযোগিতা করছে। রিপোর্ট আমাদের না পাঠিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া হয়েছে। এই টিমটাকে কেন্দ্র টিম বলে মনে হচ্ছে না, নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এসেছিল'। তাঁর দাবি, গণমাধ্য়মে ত্রুটিপূর্ণ রিপোর্ট দেওয়া হয়েছে। আসলে ওরা ত্রুটি পাননি, ত্রুটি খুঁজতে এসেছিলেন। প্রথমে সবই ভালো লেগেছিল, কিন্তু সেটা বিজেপি নেতাদের পছন্দ হয়নি। এই রিপোর্ট বিজেপি অফিসে বসেও লেখা হয়ে থাকতে পারে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More