নিজস্ব প্রতিবেদন: পুরভোট নিয়ে বিজেপির ভার্চুয়াল বৈঠক। আর সেখানেই সুকান্ত বনাম রূপার টক্কর। দলের রাজ্য সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেত্রী। সুকান্ত মজুমদার থাকায় শেষ পর্যন্ত বৈঠক ছেড়ে বেরিয়ে যান তিনি। ফলে কার্যত ভেস্তে যায় বিজেপির নির্বাচন কমিটির বৈঠক।
রূপা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক পোস্ট থেকে এটা পরিষ্কার যে দুর্ঘটনায় তিস্তা বিশ্বাসের মৃত্যু হয়েছে তাঁর পিছনে অন্তর্ঘাতের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তিনি। তিনি আরও বলেন এই বিষয়ে দলের কোনও নেতা এই মুহূর্তে মুখ খুলতে রাজি নন এবং এই সম্পূর্ণ বিষয়টিকে ছোট করে দেখানোর চেষ্টা চলছে। তিস্তা বিশ্বাসের ওয়ার্ডে বিজেপি প্রার্থী করেছে রাজর্ষি লাহিড়ীকে। অন্যদিকে তিস্তা বিশ্বাসের স্বামী নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছে ওই ওয়ার্ডে। দলের সঙ্গে মতানৈক্য তৈরি হওয়ায় আসন্ন নির্বাচনে তাঁকে স্টার ক্যাম্পেনার হিসেবে নামানো যাবে কিনা সেই বিষয়ে সন্দিহান দল। শমীক ভট্টাচার্য জানান, পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত। কোনও সিদ্ধান্ত নিয়ে বিরোধ থাকলে তা জানানোর জন্য নির্দিষ্ট ফোরাম রয়েছে।
আরও পড়ুন: চা বিস্কুটে ট্রাক চালকদের ঘুম ভাঙ্গাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিস
কিছুদিন আগে দীঘা থেকে ফেরার সময় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় পুরপ্রতিনিধি এবং দক্ষিন কলকাতায় বিজেপির সাংগঠনিক মুখ তিস্তা বিশ্বাসের। দুর্ঘটনা যেভাবে ঘটেছে তা নিয়ে অন্তর্ঘাতের অভিযোগ তুলছেন রূপা গঙ্গোপাধ্যায়। কিন্তু এই বিষয়ে দল তাঁর পাশে না দাঁড়ানোয়, দু'পক্ষের মাঝে দূরত্ব তৈরি হয়েছে।