ওয়েব ডেস্ক : টরন্টো বা ভ্যাঙ্কুভার। বিভিন্ন দেশে চর্মরোগ সংক্রান্ত বিষয় নিয়ে কনফারেন্সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন নরেন পান্ডে। সেখানে বক্তৃতাও দেন তিনি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাবড় নেতা-মন্ত্রীদের সঙ্গে ছবি পোস্ট করতেন নরেন। সবসময়ই নিজেকে প্রভাবশালী তকমায় মুড়ে রাখতেন এই ভুয়ো চিকিত্সক। যাতে কেউ তাঁর নাগাল না পায়।
আরও প্রতিষ্ঠার জন্য স্বাস্থ্য সংক্রান্ত একটি ম্যাগাজিনও শুরু করেন নরেন পান্ডে। নাম "SKIN DOCTORS COMMUNIQUE"। ম্যাগাজিন পাবলিশ হত ৩০, এস এন ব্যানার্জি রোড এই ঠিকানা থেকে। নরেন পান্ডের চেম্বারের ঠিকানাও এটাই। ম্যাগাজিন চালানোর পুরো টাকাই যেত তাঁর পকেট থেকে।
আরও পড়ুন, 'নো অবজেকশন'! ২০০৩-এ ১ কোটি টাকা লোন পান ভুয়ো ডাক্তার নরেন পান্ডে