Home> কলকাতা
Advertisement

কবিতার জন্য কবির বিরুদ্ধে FIR, অনুশোচনা নেই শ্রীজাত'র

আজ বিশ্ব কবিতা দিবস। আর ঠিক এমন দিনেই সামনে এল খবরটা। কবিতার জন্য নিশানায় কবি। তাও আবার আমাদের এই বাংলায়। তাঁর কবিতা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এই অভিযোগে FIR দায়ের হল কবি শ্রীজাতর বিরুদ্ধে। কবির কিন্তু তাতে কোনও অনুশোচনা নেই।

কবিতার জন্য কবির বিরুদ্ধে FIR, অনুশোচনা নেই শ্রীজাত'র

ব্যুরো: আজ বিশ্ব কবিতা দিবস। আর ঠিক এমন দিনেই সামনে এল খবরটা। কবিতার জন্য নিশানায় কবি। তাও আবার আমাদের এই বাংলায়। তাঁর কবিতা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এই অভিযোগে FIR দায়ের হল কবি শ্রীজাতর বিরুদ্ধে। কবির কিন্তু তাতে কোনও অনুশোচনা নেই।

কবিতার নাম 'অভিশাপ'। কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। ১৯ মার্চ রাত ৮টা ২৫ মিনিটে ফেসবুকে পোস্ট করা হয় 'অভিশাপ' কবিতা। 

সোশ্যাল মিডিয়ায় এই কবিতা সামনে আসার পর শ্রীজাতর বিরুদ্ধে FIR দায়ের করেন অর্ণব সরকার নামে এক কলেজ ছাত্র। অভিযোগ, এই কবিতা হিন্দু ধর্মাবেগে আঘাত করেছে। শিলিগুড়ির সাইবার ক্রাইম পুলিস স্টেশনে অভিযোগ দায়ের করেন অর্ণব। শ্রীজাতকে গ্রেফতারের দাবিও জানান তিনি। 

কে এই অর্ণব? একাংশের দাবি, কলেজছাত্র অর্ণব হিন্দু সংহতি নামে একটি অরাজনৈতিক সংগঠনের সদস্য। যে কবিতা ঘিরে এত বিতর্ক, তা  উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের ফল এবং যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রী হওয়া প্রসঙ্গে লেখা।  কবিতার জন্য তাঁর বিরুদ্ধে FIR। কী বলছেন কবি শ্রীজাত? 

 

Read More