Home> কলকাতা
Advertisement

রান্নার গ্যাসের পাইপ ফেটে আগুন আতঙ্ক শোভাবাজারে

ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকলেই আগুন ছড়ায়নি। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 

রান্নার গ্যাসের পাইপ ফেটে আগুন আতঙ্ক শোভাবাজারে

নিজস্ব প্রতিবেদন: রাতের শহরে একের পর এক ঘটনা। গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে আগুন লাগে উত্তর কলকাতায়। ঘটনাটি ঘটেছে শোভাবাজারের নীলমনি মিত্র স্ট্রিটে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে রান্না করার সময় আচমকাই গ্যাসের পাইপ ফেটে গিয়ে আগুন ধরে যায়। পুড়ে যায় ঘরের বেশ কিছু সামগ্রী।

আরও পড়ুন: ভোরে দুষ্কৃতী হামলায় উত্তপ্ত বীরভূম, ব্যাপক বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলকর্মীরা। ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকলেও আগুন ছড়ায়নি। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 

Read More