Home> কলকাতা
Advertisement

মধ্যরাতে ডালহৌসিপাড়ার বহুতলে আগুন, ভস্মীভূত একাধিক দোকান, অফিস

গতকাল রাত আড়াইটে নাগাদ ৫৩, নেতাজি সুভাষ রোডের চারতলা বাড়ির একতলায় আগুন লাগে।
 

মধ্যরাতে ডালহৌসিপাড়ার বহুতলে আগুন, ভস্মীভূত একাধিক দোকান, অফিস

নিজস্ব প্রতিবেদন:  গভীর রাতে ডালহৌসি পাড়ায়। ভস্মীভূত বেশ কয়েকটি দোকান ও অফিস। গতকাল রাত আড়াইটে নাগাদ ৫৩, নেতাজি সুভাষ রোডের চারতলা বাড়ির একতলায় আগুন লাগে।

এলাকার বাসিন্দারাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান। দরজা ভেঙে ভেতরে ঢুকে জল দিতে থাকেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হেয়ারস্ট্রিট থানার পুলিস, যায় দমকলের তিনটি ইঞ্জিন।

আরও পড়ুন: করোনার থাবা, সিল করে দেওয়া হল সিল লতা মঙ্গেশকরের আবাসন, কেমন আছেন সঙ্গীতসম্রাজ্ঞী?

ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ৭০ বছরের পুরনো ওই বাড়িতে প্রায় চল্লিশটি অফিস ও দোকান ছিল। ওই বাড়িতে একজন কেয়ারটেকার থাকলেও তাঁকে সময়মতো উদ্ধার করা সম্ভব হয়। মিটার বক্স ফাটার শব্দে আতঙ্ক ছড়ায়, তবে তত্পরতার সঙ্গে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Read More