Home> কলকাতা
Advertisement

এয়ারপোর্টের কাছে সরকারি বাসে আগুন

বুধবার সকালে ব্যস্ত সময়ে  এয়ারপোর্ট আড়াই নম্বরের কাছে  পার্কসার্কাস ডানকুনি রুটের চলন্ত c 23 বাসে আগুন ধরে যায়। 

এয়ারপোর্টের কাছে সরকারি বাসে আগুন

নিজস্ব প্রতিবেদন: এয়ারপোর্টের কাছে চলন্ত বাসে আগুন। বাসের জানলার কাচ ভেঙে বের হন যাত্রীরা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য।

আরও পড়ুন: দিনহাটায় স্কুলে ঢুকে শিক্ষকদের গুলি

বুধবার সকালে ব্যস্ত সময়ে  এয়ারপোর্ট আড়াই নম্বরের কাছে  পার্কসার্কাস ডানকুনি রুটের চলন্ত c 23 বাসে আগুন ধরে যায়। প্রচণ্ড ধোঁয়া বেরোতে থাকায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।  বাস থামিয়ে দেওয়া হয়।  হুড়মুড় করে বাস থেকে বেরনোর চেষ্টা করেন যাত্রীরা। কিন্তু বাসে প্রচুর ভিড় থাকায় যাত্রীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।  পরে বাসের জানলার কাচ ভেঙে বেরনোর চেষ্টা  করেন যাত্রীরা।

আরও পড়ুন: স্বামীর খুনের বদলা নিতেই পাল্টা খুন স্ত্রীর, আসানসোল শুটআউটকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে এদিন দমকল আসার আগেই স্থানীয় একটি হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে পৌঁছয় দমকল। তবে এলাকায় কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয়।

Read More