Home> কলকাতা
Advertisement

জঙ্গল সাফ করতেই মিলল প্ল্যাস্টিকে মোড়া ১৪ সদ্যোজাতের দেহ

পাঁচিল ঘেরা জমিতে ১৪জন সদ্যোজাতের দেহ উদ্ধার। এমন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হরিদেবপুরের রাজা রামমোহন রায় রোড লাগোয়া এলাকায়।  ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী। ১৪ সদ্যোজাতের দেহ SSKM-এ আনা হচ্ছে।

জঙ্গল সাফ করতেই মিলল প্ল্যাস্টিকে মোড়া ১৪ সদ্যোজাতের দেহ

নিজস্ব প্রতিবেদন: পাঁচিল ঘেরা জমিতে ১৪জন সদ্যোজাতের দেহ উদ্ধার। এমন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হরিদেবপুরের রাজা রামমোহন রায় রোড লাগোয়া এলাকায়।  ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী। ১৪ সদ্যোজাতের দেহ এমআর বাঙুর-এ আনা হয়েছে।

আজ পুরসভার সাফাই কর্মীরা জঙ্গল সাফ করতে যান। সেখানে সদ্যোজাতদের দেহ দেখতে পেয়ে স্থানীয় কাউন্সিলরকে খবর দেন তাঁরা। কাউন্সিলর বিষয়টি মেয়র ও স্থানীয় বিধায়ককে জানান। খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসেন কলকাতা পুরসভার মেয়র। ঘটনাস্থলের নিকটবর্তী সব নার্সিংহোমে পুলিসি অভিযান চলছে। এর পিছনে কোনও চক্র কাজ করছে কিনা, খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

 

Read More