রণয় তেওয়ারি: বিএসসি তৃতীয় বর্ষের পরীক্ষা ছিল। কিন্তু পড়াশোনা ভুলে সারাদিন মোবাইল নিয়েই বুঁদ হয়ে থাকত ছেলে। তাই বকাবকি করেছিল বাবা। তারপরই আত্মঘাতী কলেজ পড়ুয়া দ্বৈপায়ন দাস।
গেম খেলাকে কেন্দ্র করেই কি আত্মহত্যা? উঠছে প্রশ্ন। ঘটনার তদন্তে গড়ফা থানার পুলিস।
সোমবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গড়ফা থানা এলাকার পূর্বাচল মেন রোডে। ২১ বছরের দ্বৈপায়ন দাস হেরম্বাচন্দ্র কলেজে বিএসসি থার্ড ইয়ারে পড়ত। পল সায়েন্সে অনার্স ছিল দ্বৈপায়নের। সোমবার কলেজে পরীক্ষা ছিল। কিন্তু রবিবারও সারাদিন মোবাইল নিয়েই ব্যস্ত ছিল ছেলে। তাই দ্বৈপায়নের বাবা জানান, "মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করত। গেম খেলত। আজ সোমবার পরীক্ষা ছিল। তাই গতকাল রাতে পড়ার জন্য বকাবকি করেছিলাম।" এরপরই এদিন ভোরে নিজের ঘর থেকেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় দ্বৈপায়নের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
এদিকে রথ উপলক্ষে পুরী গিয়েছিলেন দ্বৈপায়নের মা। সোমবার সকালে বাড়ি ফেরেন। বাড়ি ফিরেই ছেলের মৃত্যুসংবাদ পান তিনি। সূত্রের খবর, গেম খেলতে ভালোবাসত বলে দ্বৈপায়ন নিজের ফেসবুক প্রোফাইলের নাম পর্যন্ত রেখেছিল, 'লিওনেক্স দ্বৈপায়ন।' গেম সংক্রান্ত প্রচুর জিনিস শেয়ার করত সে। রবিবারও করে।
আরও পড়ুন, Memari: বিয়ের ৫ মাসেই দাম্পত্যে ইতি, ঘরে উদ্ধার নবদম্পতির জোড়া দেহ!
Mamata Banerjee: ওর মাথা খারাপ; একবার নবান্নেও ঢুকে পড়েছিল, ছেলের পক্ষে সওয়াল হাফিজুলের বাবার