নিজস্ব প্রতিবেদন: কলকাতার রবিনসন স্ট্রিটের কঙ্কালকাণ্ডের ছায়া এবার গরফায় । তিন মাস ধরে বাবার মৃতদেহ আগলে ছেলে। মৃতের নাম সংগ্রাম দে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ছেলের নাম কৌশিক দে, বয়স ৪০।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গড়ফা থানা এলাকার গাঙ্গুলি পুকুর এলাকার প্রিন্ম আনোয়ার শাহ রোড কানেক্টরে। মৃত ব্যক্তির নাম সংগ্রাম দে। বয়স ৭০। তিনি ভাবা অ্য়াটমিক রিসার্চ সেন্টারে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, বিশ্বকর্মা পুজোর সময় শেষবার সংগ্রাম দে'কে দেখা গিয়েছিল। এমনকী কালীপুজোর দু'দিন আগেও তাঁরা বাড়িতে এসেছিলেন। তখন ছেলে কৌশিক দে জানিয়েছিলেন, তাঁর বাবার মৃত্যু হয়েছে। তবে যেহেতু কৌশিক দে মানসিক ভাবে সুস্থ নন, তাই তাঁর কথা অতটা পাত্তা দেননি। তবে সোমবার সন্দেহ হওয়ায় পুলিসে খবর দেওয়া হয়। পুলিসের কাছে কৌশিক দে জানান, তাঁর বাবা তিন মাস আগে মারা গিয়েছেন।
মৃত সংগ্রাম দে'র স্ত্রী অরুণা দে, শারীরিক ভাবে অসুস্থ। তিনি বিছানা ছেড়ে উঠতে পারেন না। সেজন্য স্বামীর মৃত্যুর বিষয়ে তিনিও কাউকে কিছু জানাতে পারেননি। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিধ্যে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস।
আরও পড়ুন: BSF: বিএসএফের বিরুদ্ধে না লড়ে রাজ্যে আশ্রয় নেওয়া জঙ্গিদের বিরুদ্ধে লড়ুন মমতা: সুকান্ত মজুমদার
আরও পড়ুন: 'BJP শাসিত রাজ্যে গণতন্ত্রের কঙ্কাল বেরিয়ে পড়েছে', ত্রিপুরা নিয়ে সবর মমতা