ওয়েব ডেস্ক: গড়িয়ায় বাড়ির মধ্যেই থেঁতলে কিশোরী খুনের ঘটনায়, ধরপাকড় জারি। ইতিমধ্যে গ্রেফতার মূল অভিযুক্ত অমিত রায় ওরফে ছোট্ট। মদ খেয়ে এলাকায় তাণ্ডবই হোক, বা সমাজবিরোধী কাজকর্মে জড়িত থাকা। স্থানীয় এই দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ একাধিক। এঘটনায় অমিত ছাড়াও আরও ছ'জনকে আটক করেছে পুলিস।
আরও পড়ুন খাস কলকাতার বুকে নিজের বাড়িতে খুন কিশোরী
গতকালই গড়িয়ার লস্করপুরে, বাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরীর থেঁতলানো রক্তাক্ত দেহ। দরমার ঘেরা ছোট্ট বাড়িটাই হয়ে ওঠে তাঁর মৃত্যুপুরী। স্থানীয় বাসিন্দারা ধর্ষণ করে খুনের অভিযোগ তুললেও, সোনারপুর থানায় ধর্ষণের কোনও অভিযোগ দায়ের করেনি মৃত কিশোরীর পরিবার।
আরও পড়ুন আসন্ন বাজেট অধিবেশনেই শিক্ষা বিল আনছে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী