Home> কলকাতা
Advertisement

আত্মহত্যা না খুন? জিডি বিড়লা স্কুলে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যুতে ধন্দ

প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছে পুলিস।

আত্মহত্যা না খুন? জিডি বিড়লা স্কুলে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যুতে ধন্দ

নিজস্ব প্রতিবেদন: রানিকুঠির জিডি বিড়লা স্কুলে শৌচালয়ে উদ্ধার হল দশম শ্রেণির ছাত্রীর রক্তাক্ত দেহ। মুখ মোড়া প্লাস্টিকে। হাতে ব্লেডের আঘাত। ছাত্রীর রহস্যমৃত্যুর ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিস। নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক। প্রাথমিকভাবে তাদের ধারণা, আত্মহত্যাই করেছে ওই ছাত্রী। 

কিন্তু আত্মহত্যা এখনই জোর দিয়ে বলতে পারছে না পুলিস। যদিও শৌচালয় থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। ওই নোটে লেখা রয়েছে, বছর দুয়েক পর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউটের প্রবেশিকা পরীক্ষা নিয়ে চাপে ছিল ওই ছাত্রী। ডিসি ট্রাফিক মুরলীধর শর্মা বলেন,''অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে বুঝতে পেরেছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউটের প্রবেশিকা পরীক্ষায় সুযোগ পাওয়া নিয়ে চিন্তিত ছিল ওই ছাত্রী। সুইসাইড নোটে লেখা, ৩ মাস ঘুম ঠিকমতো হয়নি। হাতের শিরায় আত্মঘাতী দাগ রয়েছে। ছোট ছোট ব্লেড উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে পলিথিনও''। 

কিন্তু দশম শ্রেণির ছাত্রী শৌচালয়ে গিয়ে এতক্ষণ আত্মহত্যা করল, অথচ কেউ বুঝতে পারল না? সুইসাইড নোটটি তার কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে সন্দেহ হচ্ছে, প্লাস্টিক মোড়ানো নিয়ে। প্লাস্টিক মুড়িয়ে ব্লেড দিয়ে শিরা কেটেছে ওই ছাত্রী? উঠছে প্রশ্ন। 

ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক বিভাগ। পৌঁছয় হোমিসাইড শাখাও। স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জেরা চলছে। ছাত্রীর অভিভাবকদের সঙ্গেও কথা বলছে পুলিস। ওই ছাত্রীর বাবা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন।

আরও পড়ুন- ঊষসীকাণ্ড: শ্লীলতাহানির অভিযোগ, অথচ দু'দিনেই জামিনে মুক্তি পেয়ে গেল অভিযুক্তরা

Read More