নিজস্ব প্রতিবেদন: এরাজ্যে আগে দেখা যায়নি। রবিবার অমিত শাহের সভায় আসা বিজেপি কর্মীদের মধ্য থেকে উঠল ‘দেশ কি গদ্দারো কো, গোলি মারো **কো’ স্লোগান। একাবারে পুলিসের সামনেই। এর জন্য কেউ গ্রেফতার হয়নি।
আরও পড়ুন-সুতো কেলেঙ্কারি! শিশু মৃত্যুর জেরে বন্ধ করে দেওয়া হল এনআরএসের SNCU
দিল্লি বিধানসভা নির্বাচনের আগে রাজধানীতে এমনই স্লোগান দিয়েছিলেন কপিল মিশ্র ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এনিয়ে বিস্তর জলঘোলা হয় রাজধানীতে। রাজনৈতিক মহলের ধারনা, বিষয়টি ভালো ভাবে নেয়নি দিল্লির ভোটাররা। শুধু তাই নয় সিএএ-র বিরোধিতাকারীদের মোকাবিলায় এখন এই স্লোগানই হয়ে উঠেছে বিরোধীদের অস্ত্র।
এদিকে, এনিয়ে কলকাতা পুলিসের বিরুদ্ধে তোপ দেগেছেন কংগ্রেস নেতা সোমেন মিত্র ও সিপিএম সাংসদ মহম্মদ সেলিম। সোমেন মিত্র বলেন, যারা প্রকাশ্যে গুলি মারার কথা বলছেন তাদের জামাই আদর করেছে কলকাতা পুলিস।
All it took was one visit of Amit Shah to spread the "Goli Maaro Saalon Ko" slogan in Kolkata.
— Md Salim (@salimdotcomrade) March 1, 2020
The followers of Godse might be impressed with "Goli" but Bengal is the land of Vivekananda, Kazi Nazrul Islam and Tagore. #GoBackAmitShah pic.twitter.com/x5n1RZSSEz
আরও পড়ুন-দিল্লিতে এত মানুষের প্রাণ গেল কেন; জবাব দিন, শাহকে নিশানা অভিষেকের
অন্যদিকে, সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, প্রকাশ্যে গুলি মারার স্লোগান আগে কেউ দেখানোর সাহস পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে কলকাতায় আমরা গোলি মারো স্লোগান শুনলাম। ঐটা অপরাধমূলক কাজ। প্রকাশ্যে অমিত শাহ সভায় যাবার সময় পুলিশের সামনে গোলি মারো স্লোগান চলল। পুলিশ একটাকেও ধরতে পারলনা। পুলিস নির্বাক দর্শক হয়ে থাকল।