নিজস্ব প্রতিবেদন : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্থার ঘটনায় উপাচার্য, মুখ্যসচিবের পর এবার মুখ্যমন্ত্রীকে ফোন করলেন ক্ষুব্ধ রাজ্যপাল। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে পৌঁছেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। চ্যান্সেলর হিসেবে বিশ্ববিদ্যালয়ে পুলিস ডাকতে পারেন তিনি। এদিকে এখন বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে পুলিস। আর বিশ্ববিদ্যালয়ের ভিতরে গাড়ির উপরে বসে রয়েছেন বাবুল সুপ্রিয়। অন্যদিকে ক্যাম্পাসের বাইরের সব রাস্তা বন্ধ করে দিয়েছেন এবিভিপি সমর্থক পড়ুয়ারা।
কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় হেনস্থার খবর পেতেই এদিন উপাচার্যকে ফোন করেন ক্ষুব্ধ রাজ্যপাল জগদীপ ধনখড়। কেন্দ্রীয় মন্ত্রীকে এভাবে আটকে রাখা যায় না। প্রয়োজনে উপাচার্যকে পুলিসি সাহায্য নেওয়ার কথা বলেন তিনি। কিন্তু রাজ্যপালের পুলিসি সাহায্যের প্রস্তাব ফিরিয়ে দেন উপাচার্য। ক্যাম্পাসে পুলিস ডাকলে পরিস্থিতি আরও আয়ত্তের বাইরে চলে যাবে বলে জানান তিনি। উপাচার্য রাজ্যপালকে বলেন, "আপনি পদত্যাগ করতে বলুন। পদত্যাগ করতে প্রস্তুত। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পুলিস ঢুকতে দেব না।"
আরও পড়ুন, এখনও অগ্নিগর্ভ যাদবপুর, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন রাজ্যপাল, অসুস্থ হয়ে হাসপাতালে উপাচার্য
এরপরই মুখ্যসচিবকে ফোন করেন রাজ্যপাল। দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মুখ্যসচিব রাজ্যপালকে জানান, পুলিস কমিশনারকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এখন রাজ্যপালের তাঁকে 'উদ্ধারে' বিশ্ববিদ্যালয়ে আসার বিষয়ে বাবুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "রাজ্যপাল যা করবেন সেটা ওনার সিদ্ধান্ত। আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয়। এরা আমাকে মেরেছে।" তাঁকে হেনস্থাকারী পড়ুয়াদের কান ধরে ওঠবোস করতে হবে বলে দাবি করেছেন বাবুল।