নিজস্ব প্রতিবেদন: 'রাজভবনে বসে নীবর দর্শক হয়ে থাকতে পারি না'। রামপুরহাটকাণ্ডে (Rampurhat Arson) এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (CM Mamata Banerjee) পাল্টা চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhnakhar)। চিঠিতে আরও লিখলেন,'আমাদের রাজ্য শান্তিপূর্ণ, এই দাবি হাস্যকর'।
রামপুরহাট কাণ্ডে উত্তাল রাজ্য। NIA তদন্তের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন কলকাতা থেকে বাসে করে পঞ্চাশ জনেরও বেশি বিজেপি বিধায়ক নিয়ে বগটুই যান তিনি। শুভেন্দুর দাবি, 'নানুর, সুজপুরের গণহত্যার পর এটা বেঙ্গলের লার্জেস্ট জেনোসাইড। এরজন্য দায়ী পুলিসমন্ত্রী'। আগামিকাল, বৃহস্পতিবার রামপুরহাটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতার অভিযোগ, 'তথ্য প্রমাণ নষ্ট করতেই রামপুরহাটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী'। এমনকী, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল বের করেন বিজেপি কর্মী-সমর্থকরা।
আরও পড়ুন: Rampurhat Arson: তদন্তে কী উঠে এল? রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট
গতকাল, মঙ্গলবার রামপুরহাটকাণ্ডে রাজ্যের মুখ্য়সচিবের কাছে 'জরুরিভিত্তিতে তথ্য' জানতে চেয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধানখড়। টুইটে নিশানা করেছিলেন রাজ্য সরকারকে। তিনি লিখেছিলেন, 'বীরভূমের রামপুরহাটে হিংসা ও অগ্নিসংযোগের ঘটনা প্রমাণ করে যে, রাজ্য হিংসার বাতাবরণ রয়েছে। আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে'।
Horrifying violence and arson orgy #Rampurhat #Birbhum indicates state is in grip of violence culture and lawlessness. Already eight lives lost.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 22, 2022
Have sought urgent update on the incident from Chief Secretary.
My thoughts are with the families of the bereaved. pic.twitter.com/vtI6tRJcBX
রাজ্যপালকে চিঠি পাঠান 'ব্যথিত' মুখ্যমন্ত্রী। রাজ্যকে কালিমালিপ্ত করার অভিযোগই শুধু নয়, চিঠিতে তিনি লেখেন, 'বিজেপিশাসিত রাজ্যে বা দেশের অন্য কোথাও এমন ঘটনা ঘটলে আপনি এরকম মন্তব্য করেন না। আপনাকে নীবর থাকতে দেখা যায়'। এবার সেই চিঠির জবাব দিলেন রাজ্যপাল।