Home> কলকাতা
Advertisement

অব্যবস্থার অভিযোগে সেন্ট অগাস্টিন' ডে স্কুলে বিক্ষোভ অভিভাবকদের

অভিভাবকদের অভিযোগ, উপযুক্ত পরিকাঠামো না থাকা সত্ত্বেও মর্নিং ও ডে সেকশনে অতিরিক্ত ছাত্র ভর্তি করা হয়েছে।

অব্যবস্থার অভিযোগে সেন্ট অগাস্টিন' ডে স্কুলে বিক্ষোভ অভিভাবকদের

নিজস্ব প্রতিবেদন:  অব্যবস্থার অভিযোগ তুলে নোনাপুকুর সেন্ট অগাস্টিন ডে স্কুলে বিক্ষোভ অভিভাবকদের। স্কুলের প্রিন্সিপ্যালকে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন তাঁরা।

 


অভিভাবকদের অভিযোগ, উপযুক্ত পরিকাঠামো না থাকা সত্ত্বেও মর্নিং ও ডে সেকশনে অতিরিক্ত ছাত্র ভর্তি করা হয়েছে। স্কুলের প্রধান গেট ছোটো। স্কুল শুরু ও ছুটির সময়ে অনেক শিশু একসঙ্গে ঢোকে, বেরোয়। এরফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কোনও শিশু পড়ে গিয়ে পদপৃষ্ট হওয়ারও আশঙ্কা থাকে। সেই ভয়েই স্কুল গেটে বিক্ষোভ দেখান অভিভাবকরা। 

এসিতে হাত দেওয়ায় মানসিক প্রতিবন্ধী শিশুর হাত মুচড়ে দিল উবের চালক
এছাড়াও তাঁদের আরও অভিযোগ, ছুটির সময়ে স্কুলের তরফে কোনও নজরদারি থাকে না। এরফলে কোনও অভিভাবক কোন ছাত্র নিয়ে যাচ্ছেন, আদৌ তিনি অভিভাবক কিনা, তা দেখার কোনও বন্দোবস্ত নেই। এছাড়াও প্রয়োজনের অতিরিক্ত বইখাতা কিনতে বাধ্য করা হচ্ছে।  স্কুলের সামনে পার্কিং না থাকায় দুর্ঘটনাও ঘটছে বলে অভিযোগ। প্রিন্সিপ্যালকে চিঠি দিয়েছেন অভিভাবকরা। দ্রুত এবিষয়ে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তাঁরা। 

Read More