ওয়েব ডেস্ক: শিল্পীর পর শিল্পপতি। শুভাপ্রসন্নর পর এবার হর্ষ নেওটিয়া। সারদাকে নিউজ চ্যানেল বিক্রির তদন্তে আরেক শাসক-ঘনিষ্ঠকে জেরা করছে ED। ২০১২ সালে সারদা গোষ্ঠীকে একটি নিউজ চ্যানেল বিক্রি করেছিল শুভাপ্রসন্নর সংস্থা দেবকৃপা ব্যাপার প্রাইভেট লিমিটেড। ওই কেনাবেচা নিয়ে দেবকৃপার একাধিক শেয়ার হোল্ডারের বয়ানে উঠে এসেছে হর্ষ নেওটিয়ার নাম। পাশাপাশি, হর্ষ নেওটিয়া শুভাপ্রসন্নের আর্ট একরের অন্যতম ট্রাস্টি। তদন্তকারীদের সন্দেহ, সারদাকে চ্যানেল বিক্রি করে পাওয়া টাকার একাংশ ঢুকেছে আর্ট একরেও। হর্ষ নেওটিয়াকে তা নিয়েও প্রশ্ন করবেন তদন্তকারীরা। এর আগেও তাঁকে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।