Home> কলকাতা
Advertisement

প্রাথমিকে শিক্ষক নিয়োগে করতে পারবে রাজ্য সরকার, জানাল হাইকোর্ট

প্রাইমারি টেট মামলায় ফের স্বস্তি রাজ্য সরকারের। আদালতে মামলা চললেও, প্রাথমিকে শিক্ষক নিয়োগে করতে পারবে রাজ্য সরকার। জানিয়ে দিল বিচারপতি দীপঙ্কর দত্ত ও সিদ্ধার্থ চ্যাটার্জির ডিভিশন বেঞ্চ।

প্রাথমিকে শিক্ষক নিয়োগে করতে পারবে রাজ্য সরকার, জানাল হাইকোর্ট

ওয়েব ডেস্ক : প্রাইমারি টেট মামলায় ফের স্বস্তি রাজ্য সরকারের। আদালতে মামলা চললেও, প্রাথমিকে শিক্ষক নিয়োগে করতে পারবে রাজ্য সরকার। জানিয়ে দিল বিচারপতি দীপঙ্কর দত্ত ও সিদ্ধার্থ চ্যাটার্জির ডিভিশন বেঞ্চ।

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে জনৈকা রীতা হালদার একটি জনস্বার্থ মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে। সেই মামলার প্রেক্ষিতেই বিচারপতিদের বক্তব্য, রাজ্য সরকার নিয়ম মেনে প্রাথমিকে শিক্ষক নিয়োগ করতে পারবে। আদালতে মামলা চলবে। নির্দিষ্ট সময়ে শুনানিও হবে। এসবের মাঝে শিক্ষক নিয়োগ চালিয়ে যেতে পারবে রাজ্য। তবে হাইকোর্ট এটাও জানিয়েছে, মামলার ফলাফলের ওপর নির্ভর করবে নিয়োগ হওয়া শিক্ষকদের ভবিষ্যত।

Read More