Home> কলকাতা
Advertisement

IIM JOKA Incident: 'পুলিস জোর করছে ধ*র্ষ*ণের অভিযোগ করতে! গোটা ঘটনা সাজানো...' ভয়ংকর অভিযোগ IIM কাণ্ডে নির্যাতিতার বাবার...

Joka Incident: সকাল ১১.৪৫ থেকে রাত ৮.৩৫ মধ‍্যে ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। কলেজের লেক ভিউ হস্টেলে রুম নম্বর ১৫১ তে আচ্ছন্ন অবস্থায় ৮ ঘন্টা আটকে থাকে তরুণী দাবি পুলিস সূত্রের

IIM JOKA Incident: 'পুলিস জোর করছে ধ*র্ষ*ণের অভিযোগ করতে! গোটা ঘটনা সাজানো...' ভয়ংকর অভিযোগ IIM কাণ্ডে নির্যাতিতার বাবার...

পিয়ালি মিত্র: 'এমন কোনও ঘটনা ঘটেনি...' এখনও নিজের বক্তব্য অনড় তরুণীর বাবা।

IIM জোকা ম্যানেজমেন্ট ধর্ষণকাণ্ডে বিস্ফোরক বয়ান নির্যাতিতার বাবার। চলছে চলছে চূড়ান্ত অসহযোগিতা। মেয়েকে দিয়ে পুলিস লিখিয়ে নিয়েছে দাবি নির্যাতিতার বাবার। কিন্তু পুলিশ কী উদ্দেশ্যে তা করবে? সে প্রশ্নের অবশ‍্য উত্তর দেননি তিনি। আমার মেয়েকে জোর করে অভিযোগপত্রে সাইন করিয়েছে পুলিস। পুলিসের বিরুদ্ধে অভিযোগ তারা, সারারাত নির্যাতিতাকে বসিয়ে রেখেছে কিন্তু তাঁর বাবাকে খবর দেওয়া হয়নি। 'ঘটনাটা সম্পুর্ণ মিথ্যে। এমন কোন ঘটনাই ঘটেনি আমার সঙ্গে...'

পুলিসের বক্তব্য: 

পরশু রাতে মেয়েটি একাই এসেছিল থানায় অভিযোগ জানাতে। তরুণীর লিখিত অভিযোগ তাদের কাছে রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত চলছে। পুলিসকে যথেষ্ট বেগ পেতে হবে এই তদন্তে কারণ, মূল অভিযুক্ত অস্বীকার করছে পুরো ঘটনাটা। কোন মেডিক্যাল টেস্ট এখনও অবধি করাতে চাননি ওই নির্যাতিতা তরুণী। লাগাতারভাবে পুলিস চেষ্টা করেছে তার মোবাইল ফোনটি নেওয়ার কিন্তু তরুণী দিতে চাননি। ঘটনার সময় যে পোশাক পরেছিলেন, তা-ও সিজার করতে দেননি। গোটা ঘটনা সাজানো, এমনই অভিযোগ নির্যাতিতার বাবার। 

সিসিটিভি ফুটেজ: 

তদন্তে আরও একধাপ এগিয়ে, পুলিস কলেজ কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছে। সেই ফুটেজে ক্যাম্পাসে নির্যাতিতার ঢোকা এবং বেরনো দুটো ফুটেজই রয়েছে। এই এলাকায় তরুণীর মোবাইল টাওয়ার পাওয়া গিয়েছে। বারবার চাওয়া সত্বেও মোবাইলের পাসওয়ার্ড দেয়নি ওই তরুণী। ফরেন্সিক বিশেষজ্ঞরা হস্টেলের রুমে ঢুকে তথ্য প্রমাণ জোগাড় করেছে। সিল করে দেওয়া হয়েছে রুম। 

৯ জনের সিট গঠন করেছে পুলিস: 

আই আই এম জোকার ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই, এক পড়ুয়াকে আটক করেছে পুলিস। এরই মধ্যে এবার অবাক করা বয়ান তরুণী বাবার। হরিদেবপুর থানায় নিজেই ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন তরুণী। এদিকে, অভিযোগ নথিভুক্ত হওয়ার কয়েক ঘণ্টা পরে, তরুণীর বাবার দাবি, শুক্রবার রাত ৯:৩৪ মিনিট নাগাদ ফোন পায় তার মেয়ে অটো থেকে পড়ে গিয়েছিল এবং অটো থেকে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল। 

নির্যাতিতার বাবার দাবি: 

ধর্ষণই নাকি হয়নি। তরুণীকে এমন বয়ান দিতে বলা হয়েছিল বলেই দাবি তাঁর। তিনি বলেন, আমি জানতে পারি মেয়ে এসএসকেএম নিউরোলজিস্ট ডিপার্টমেন্টে রয়েছে। মেয়েকে হরিদেবপুর থানা পুলিস উদ্ধার করে নিয়ে গিয়েছে। মেয়ে বাড়িতে ফেরার পর তার বাবাকে জানায়, আমার সাথে ধর্ষণের মতো এমন কোনও ঘটনা ঘটেনি বা শারীরিক নির্যাতন করেনি।

এমনকী যে গ্রেফতার হয়েছে তার সঙ্গে মেয়ের কোনও সম্পর্ক নেই দাবি বাবার। তরুণীর বাবা আরও বলেন, মেয়ের সঙ্গে আমি পরিষ্কার করে কথা বলতে পারিনি মেয়ে ঘুমাচ্ছে। হরিদেবপুর থানার পুলিস তার মেয়েকে কোথা থেকে পেয়েছেন সেটাও জানেন না তার বাবা। অভিযোগ মেয়ে লেখেনি এমনটাই মন্তব্য তার বাবার। 

তাহলে পুলিসে অভিযোগ কেন? 

আইআইএম জোকার ছাত্রী নয় কিন্তু তা সত্বেও ক্যাম্পাসের ভেতরে ওই মহিলাকে কেন ডাকা হয়েছিল? সূত্রের খবর ডেটিং সাইটে আলাপ হয় দুজনের এবং সেই সূত্রেই ক্যাম্পাসে ওই মহিলা এসেছিলেন। অভিযোগকারী মহিলার দাবি, আইআইএম জোকার ছাত্রই তাকে ক্যাম্পাসের মধ্যে ডেকেছিলেন। এসব নিয়ে ইতিমধ্যেই জটিল হচ্ছে রহস্য। মেয়ের সঙ্গে কথা বলতে কিছুটা সময় লাগবে বলেই দাবি তাঁর। নির্যাতিতার বাবার দাবি, জোর করে অভিযোগ লিখিয়ে নেওয়া হয়েছে। 

নির্যাতিতার অসহযোগিতা: 

তবে সূত্রের খবর, মেডিক্যাল পরীক্ষা করাতে নিয়ে গেলে টেস্ট করাতে অস্বীকার করেন। যদিও অভিযোগপত্রে যা উল্লেখ সেই বয়ানই তিনি ডাক্তারেরও সামনেও দেন বলে খবর। তবে ফোন বা ঘটনার সময় থাকা পরনের পোশাকও দিতে অস্বীকার খবর সূত্রের। অভিযুক্ত তদন্তকারীদের বিভ্রান্তিকর বয়ান দিচ্ছে বলে পুলিস সূত্রে দাবি।

এমনকী তাঁর মোবাইল থেকে তথ‍্য উদ্ধারের জন্য পাসওয়ার্ড চাইলে সে বিষয়ে উত্তর দিচ্ছে না বলে পুলিস সূত্রের খবর। 

এদিকে সকাল ১১.৪৫ থেকে রাত ৮.৩৫ মধ‍্যে ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। কলেজের লেক ভিউ হস্টেলে রুম নম্বর ১৫১ তে আচ্ছন্ন অবস্থায় ৮ ঘন্টা আটকে থাকে তরুণী দাবি পুলিস সূত্রের। লেক ভিউ হস্টেলেপ রুম নম্বর ১৫১ করা হয় ধর্ষণ, অভিযোগ । ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ ধর্ষণ ও ১২৩ ক্ষতির উদ্দেশ্য মাদকজাতীয় দ্রব্য সেবন করানো ধারা ছিল আগে। পরে আরও তিনটে ধারা যুক্ত করল পুলিস ভারতীয় ন্যায় সংহিতার ১২৭(২) - জোর করে আটকে রাখা, ১১৫ (২) খতির উদ্দেশে আঘাত, ৭৬- মারধর। 

Dilip Ghosh: 'সমস্ত জটিলতা কাটিয়ে যেন এগোতে পারি!' দিল্লি কালীবাড়িতে রিঙ্কুকে পাশে নিয়ে পুজো দিলীপের, তারপর...

Lucknow Businessman suicide case: মেয়েটা ধুঁকছে, ইনসুলিনটাও কিনে দিতে পারব না! ১৫ কোটি দেনার ভার, লাইভে এসে নিজের মাথায় গুলি প্রোমোটারের...

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More