পিয়ালি মিত্র: জোকার ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতাতে (IIMC) এবার ধর্ষণের অভিযোগ। এদিকে অভিযোগপত্রে ধর্ষণেরও কথা উল্লেখ করে নির্যাতিতা। সূত্রের দাবি, কিন্তু মেডিক্যাল পরীক্ষা করাতে নিয়ে গেলে টেস্ট করাতে অস্বীকার করেন। যদিও অভিযোগপত্রে যা উল্লেখ সেই বয়ানই তিনি ডাক্তারেরও সামনেও দেন বলে খবর। তবে ফোন বা ঘটনার সময় থাকা পরনের পোশাকও দিতে অস্বীকার খবর সূত্রের।
এদিকে অভিযোগ পত্র অনুযায়ী ছাত্রীর বয়ান- আজ সকাল ১১.৪৫ (মানে শুক্রবার ) নাগাদ আমি IIM ক্যালকাটাতে যাই আমার ক্লাইন্ট MBA দ্বিতীয় বর্ষের ছাত্র পরমানন্দের (অভিযোগ পত্রে পরমান্দ জৈন বলে লেখে) কাউন্সেলিং সেশনের জন্য। গেটে পৌঁছানোর পর আমার নাম নথিভুক্ত করার জন্য রেজিস্ট্রেশন গেটে যাওয়ার কথা ছিল, কিন্তু সে আমাকে আমার নাম-সহ ক্রেডেন্সিয়্ল রেজিস্ট্রেশন করতে দেয়নি। এরপর আমি কাউন্সেলিং সেশনের কথা বলি। কিন্তু সে আমাকে হস্টেলে যাওয়ার জন্য অনুরোধ করে। কাউন্সিলর সেশনে দরকার হবে এরকম কিছু নথি আমার জন্য। তার হস্টেলে যাওয়ার পর আমাকে স্টিলের একটি বোতল থেকে জল ও পিৎজা খেতে দেয়। সেটা খাওয়ার পর আমার মাথা ঘুরতে থাকে। শুরু থেকেই তাকে দেখে মনে হচ্ছিল substance abuse করেছে। আমি যখন তাকে জিজ্ঞেস করি সে বিষয়টি এড়িয়ে যায়।
তার গোটা ঘরে অনেক বোতল পড়েছিল। ওই খাবার খাওয়ার পর আমার বমিভাব হচ্ছিল। আমি ওয়াশরুম যেতে চাই। কিন্তু আমাকে যেতে দেয়নি। কারণ জিজ্ঞেস করতে আমাকে সে বলে অন্যরা বন্ধুরা তাঁকে দেখে ফেলতে পারে। এই কথা চলার সময় সে আমার চুলে মুঠি ধরে। আত্মরক্ষার জন্য আমি তাঁকে চড় মারি। তারপর সে গলা চেপে ধরে। তারপর কী ঘটে আমার মনে নেই আমি কোথায় ছিলাম। কী করছিলাম। আমার আবছা স্মৃতিতে যেটুকু মনে পড়েছে তা হল সে অবাঞ্ছিতভাবে আমার শরীর স্পর্শ করতে শুরু করে। আমাকে যৌন নির্যাতন করে। জ্ঞান ফেরার পর আমি নিজেকে পরমানন্দের বিছানাতে আবিষ্কার করি। তারপর আমি সেখান থেকে বেরিয়ে যাই। এবং বুঝতে পারি সে ইচ্ছাকৃতভাবেই আমার নাম রেজিস্টার করায়নি।
আরও পড়ুন, Howrah Bridge Condition: বড়সড় বিপদের মুখে হাওড়া ব্রিজ? ভেঙে পড়ার ঝুঁকি আছে ? কী বলছে রিপোর্ট...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)