Home> কলকাতা
Advertisement

Behala Debdaru Fatak Suicide Attempt Case: ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার 'হুমকি' স্বামীর, বেহালার দেবদারু ফটক ক্লাবে 'গায়ে আগুন' মহিলার

স্বামীর আরও একটা বিয়ে কথা জেনেই ফের বিবাহ করেন মহিলা

Behala Debdaru Fatak Suicide Attempt Case: ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার 'হুমকি' স্বামীর, বেহালার দেবদারু ফটক ক্লাবে 'গায়ে আগুন' মহিলার

নিজস্ব প্রতিবেদন: বেহালা আর্য সমিতির দেবদারু ফটোক ক্লাবের মাঠ। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ঝামেলা করছিলেন একজন মহিলা এবং একজন পুরুষ। অভিযোগ, বচসার মাঝে হটাৎ গায়ে আগুন লাগিয়ে দেন ওই মহিলা। দেখতে পেয়েই গায়ে চট জড়িয়ে তাঁকে মাটিতে শুইয়ে দেন স্থানীয়রা। ঘটনাস্থলে আসে পুলিস। আটক করা হয় ওই পুরুষটিকে। চিকিৎসার জন্য হাসপাতলে পাঠানো হয় মহিলাকে।

জানা গিয়েছে, ওই পুরুষটি সম্পর্কে মহিলার স্বামী। তবে তাঁর আরও একটি বিয়ে রয়েছে। মহিলার দাবি, গত অক্টোবর মাসে ওই ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়। ওই ব্যক্তি বিবাহিত ছিলেন তা জেনেই বিয়ে করেন মহিলা। তাঁর অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল তাঁর স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন। বাইরের লোককে সেই ছবি দেখিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। সেই নিয়েই রবিবার স্বামীর সঙ্গে তাঁর বচসা হয়। এর জেরেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মহিলা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ওই মহিলা গায়ে আগুন লাগিয়ে দেন। দাউদাউ করে জ্বলতে শুরু করেন। স্থানীয়রা ছুটে যান এবং তাঁর গায়ে চট জড়িয়ে মাটিতে শুইয়ে দেওয়া হয়। আগুন নিভে যায়। এরপর আহত অবস্থায় বেশ কিছুক্ষন ওই ক্লাবের মাঠের মধ্যে পড়ে থাকেন মহিলা। পর্ণশ্রী থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে অ্যাম্বুলেন্স ডেকে মহিলাকে হাসপাতালে পাঠায়। মহিলার স্বামীকে আটক করেছে পর্ণশ্রী থানার পুলিস।

আরও পড়ুন: Babul Supriyo: 'এমপি পদ ছেড়েছিলাম, শুভেন্দুবাবুকে বলব বাবা-ভাইকে বলুন সাংসদ পদ ছাড়তে'

আরও পড়ুন:  Biswa Bangla Logo on School Dress: সরকারি স্কুলের পোশাক নেভি ব্লু-সাদা, পকেটে 'বিশ্ব বাংলা'র লোগো; নির্দেশিকা শিক্ষা দফতরের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More