Home> কলকাতা
Advertisement

Newtown Crime Incident: হাড়হিম নিউটাউন! পরকীয়া-সন্দেহ-ঝগড়া! গেস্ট হাউজের ঘরে শ্বাসরোধ করে স্ত্রীকে ... অবিশ্বাস্য...

NewTown Murder Case: পুলিস এসে তড়িঘড়ি স্বামীর মোবাইল নাম্বার ট্র্যাক করে পালানোর আগেই নিউটাউন এলাকা থেকে আটক করা হয়।

Newtown Crime Incident: হাড়হিম নিউটাউন! পরকীয়া-সন্দেহ-ঝগড়া! গেস্ট হাউজের ঘরে শ্বাসরোধ করে স্ত্রীকে ... অবিশ্বাস্য...

নান্টু হাজরা: নিউটাউন সাহা মার্কেটের গেস্ট হাউজে মহিলা খুন। চাঞ্চল্য। ঘটনাস্থলে নিউটাউন ও ইকোপার্ক থানার পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিক। এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিস সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ১০০ ডায়ালে ফোন যায় যে, নিউটাউন সাহা মার্কেট এলাকায় একটি গেস্ট হাউজে স্বামী তার স্ত্রীকে মার্ডার করেছে। মৃতার নাম ইতিকা মন্ডল। স্বামী বিশ্বজিৎ মন্ডল দক্ষিণ দিনাজপুর এর বাসিন্দা। খবর পেয়ে তড়িঘড়ি ইকোপার্ক থানা ও নিউটাউন থানার পুলিস এসে পৌঁছয়।

পুলিস এসে তড়িঘড়ি স্বামীর মোবাইল নাম্বার ট্র্যাক করে পালানোর আগেই নিউটাউন এলাকা থেকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে পরকীয়া সন্দেহে তার স্ত্রীর সঙ্গে গেস্ট হাউজে ঝামেলা হয়। এর পরেই শ্বাস রোধ করে খুন করা হয়। গতকালই এই গেস্ট হাউজে ওঠে স্বামী-স্ত্রী। ইকোপার্ক ঘুরতে এসেছিল। নিউটাউন থানার পুলিশ স্বামীকে জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ জানার চেষ্টা করছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More