Home> কলকাতা
Advertisement

Nicco Park Accident Case: দেখুন সেই মর্মান্তিক ভিডিয়ো! নিক্কোপার্ক রহস্য! বন্ধুদের সঙ্গে ঝর্নায় স্নান করতে করতে লুটিয়ে পড়লেন যুবক, অসাড়...

NiccoPark Incident: নিক্কোপার্কে যুবকের রহস্য মৃত্যু। বাড়ির থেকে নিক্কোপার্কের কর্তৃপক্ষের বিরুদ্ধে ডায়েরি করা হবে বলে এখনো অবধি ঠিক হয়েছে। 

Nicco Park Accident Case: দেখুন সেই মর্মান্তিক ভিডিয়ো! নিক্কোপার্ক রহস্য! বন্ধুদের সঙ্গে ঝর্নায় স্নান করতে করতে লুটিয়ে পড়লেন যুবক, অসাড়...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিক্কোপার্কে যুবকের রহস্য মৃত্যু। ওয়াটার পার্ক এর ঝর্ণার নিচে স্নান করার সময় অসুস্থ (সেন্স লেস) হয়ে পরে। নিকোপার্ক কতৃপক্ষ সল্টলেকের হার্ট ক্লিনিকে নিয়ে এলে মৃত ঘোষণা করা হয়।

মোট সাতজন বন্ধু বান্ধবী মিলে যায়। ওয়াটার পার্কের ঝর্ণার নিচে স্নান করছিলো, তখনি অসুস্থ হয়ে পড়লে, সল্টলেক হার্ট ক্লিনিকে নিয়ে আসা হলে, তাকে মৃত ঘোষণা করা হয়। উল্টোডাঙা মুরারি পুকুর এলাকার বাসিন্দা। বন্ধুদের জিজ্ঞাসাবাদ। বিধান নগর দক্ষিণ থানার পুলিশ ঘটনার তদন্তে।

মৃত যুবকের নাম রাহুল দাস। ১৮ বছর বয়স।

এদিকে নিক্কোপার্কের মৃত্যুর ঘটনার অস্বাভাবিক বলে দেখছেন মৃত যুবকের মা বাবা। স্থানীয় কাউন্সিলর শান্তি রঞ্জন কুণ্ডু জানান, ছেলেটির বাবার সঙ্গে কথা হয়েছে তাঁর। ওদের বক্তব্য এটা স্বাভাবিক মৃত্যু নয়, অস্বাভাবিক মৃত্যু। বাড়ির থেকে নিক্কোপার্কের কর্তৃপক্ষের বিরুদ্ধে ডায়েরি করা হবে বলে এখনো অবধি ঠিক হয়েছে। 

আরও পড়ুন:  Nicco Park Accident: মর্মান্তিক নিক্কোপার্ক! বন্ধু বান্ধবীদের সঙ্গে ঝর্ণায় স্নান করতে করতে লুটিয়ে পড়লেন যুবক...হাসপাতালে...রহস্য...

আরও পড়ুন:  R.G.Kar Rape Case Sanjay Roy Case:'আমাকে ফাঁসানো হয়েছে, বেকসুর খালাস করে দিন,' সঞ্জয় রাইয়ের আর্জি গ্রহণ করল কোর্ট, আরজি কর কাণ্ডে ফের তোলপাড়...

তথ্যসূত্র: নান্টু হাজরা, বিক্রম দাস, রক্তিমা দাস

Read More