Home> কলকাতা
Advertisement

North Bengal Flood: লাগাতার বৃষ্টিতে বন্যার ভ্রুকুটি! মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গে যাচ্ছেন সেচমন্ত্রী...

সিকিমে লাগাতার বৃষ্টিতে বিপদ বাড়ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গে যাচ্ছেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। কবে? আগামীকাল, বুধবার। তিস্তা-সহ নদীগুলির কী অবস্থা? পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়? সবকিছুই খতিয়ে দেখবে তিনি।

North Bengal Flood: লাগাতার বৃষ্টিতে বন্যার ভ্রুকুটি! মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গে যাচ্ছেন সেচমন্ত্রী...

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: সিকিমে লাগাতার বৃষ্টিতে বিপদ বাড়ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গে যাচ্ছেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। কবে? আগামীকাল, বুধবার। তিস্তা-সহ নদীগুলির কী অবস্থা? পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়? সবকিছুই খতিয়ে দেখবে তিনি।

আরও পড়ুন: Rajarhat Accident: মাথায় হেলমেট নেই! প্রেমিকের কাছে স্কুটি চালানো শিখতে গিয়ে ছিটকে পড়ে শেষ তরুণী...

তুমুল বৃষ্টি, সঙ্গে ধসও। সিকিম যখন বিপর্যস্ত, তখন বৃষ্টির জলে ফুলেফেঁপে ওঠেছে তিস্তা। জল বাড়ছে কালজানী, জলঢাকার মতো পাহাড়ি নদীগুলিতে। পরিস্থিতি এমনই যে, সিকিমের বৃষ্টিতে উত্তরবঙ্গে বন্যা আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরিস্থিতি মোকাবিলায় তত্‍পর প্রশাসন। রবিবার থেকে আলিপুরদুয়ার, কোচবিহার,শিলিগুড়ি,জলপাইগুড়ি সহ মোট ১o জায়গায় বৃষ্টি পরিমাণ রেকর্ড করার কাজ শুরু হয়ে গিয়েছে। মাপাও হচ্ছে নদীগুলির জলস্তরও। জলপাইগুড়িতে তিস্তা লাগোয়া বেশ কয়েকটি গ্রাম থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

এবছর সময়ের আগেই বর্ষা ঢুকেছে বাংলায়। বস্তুত, বর্ষার প্রথম স্পেলেই কার্যত বিপর্যস্ত জনজীবন। তিনদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন সেচমন্ত্রী। একাধিক জেলায় যাবেন তিনি। তিস্তা তো বটেই, উত্তরবঙ্গে অন্যন্য নদীগুলির কী অবস্থা? ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে কিনা, সবটা নিজে খতিয়ে দেখবেন মন্ত্রী।

আরও পড়ুন:  SSC Scam: ফের নিয়োগ জট? SSC-র নতুন বিধিকে চ্যালেঞ্জ করে এবার... বিপাকে রাজ্য!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More