Home> কলকাতা
Advertisement

'ভুটান' ঘুরতে চাইলে এবার পুজোয় সুরুচি সংঘে যেতেই হচ্ছে!

প্রত্যেক বছর কোনও না কোনও চমক থাকে তাদের পুজোর থিমে। এবার রয়েছে। আস্ত একটি দেশের মানুষজন, তাদের আচার ব্যবহার থেকে পোশাক...সবই স্থান পেয়েছে নিউ আলিপুরের সুরুচি সংঘের থিমে।

'ভুটান' ঘুরতে চাইলে এবার পুজোয় সুরুচি সংঘে যেতেই হচ্ছে!

ওয়েব ডেস্ক : প্রত্যেক বছর কোনও না কোনও চমক থাকে তাদের পুজোর থিমে। এবার রয়েছে। আস্ত একটি দেশের মানুষজন, তাদের আচার ব্যবহার থেকে পোশাক...সবই স্থান পেয়েছে নিউ আলিপুরের সুরুচি সংঘের থিমে।

fallbacks

এবারের সুরুচি সংঘের পুজোতে এলে আপনারা দেখবেন আস্ত ভুটান দেশটিকে। গোটা মণ্ডপসজ্জায় দেখা মিলবে ভুটানের বিভিন্ন মন্দির থেকে মানুষের প্রতিকৃতি।

আরও পড়ুন- মায়ের রূপে মমতা বন্দনা, মুখ্যমন্ত্রীর দশ হাতে আছে 'উন্নয়ন অস্ত্র'

মূল মণ্ডপে ঢুকতে গেলেই দেখা মিলবে গৌতম বুদ্ধের একটি প্রকাণ্ড মূর্তির। মূল মণ্ডপটি তৈরি হয়েছে একটি বৌদ্ধ মন্দিরের আদলে। সঙ্গে থাকছে সেই অ্যাম্বিয়েন্স। উদ্যোক্তাদের মতে, 'বিশ্বশান্তির আহ্বান' জানিয়েই তাদের এই থিম। সেই সঙ্গে প্রতিটি দেশের প্রতি শ্রদ্ধা জানাতেও এই উদ্যোগ।

fallbacks

সুরুচি সংঘের পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থিম সংটিও তাঁরই তৈরি। চতুর্থীর দিন থেকেই অগুনতি মানুষের ভিড় উপচে পড়ছে সুরুচি সংঘে।

Read More