Home> কলকাতা
Advertisement

SC Verdict on SSC: 'সুপ্রিম কোর্টের রায় অসঙ্গতিপূর্ণ', এবার বৃহত্তর আন্দোলনের পথে চাকরিহারারা!

SC Verdict on SSC: 'কাল ও পরশু বিবৃতি দিয়ে জানাব, কোন কোন জায়গায় কেমন হবে আন্দোলন করব'।

SC Verdict on SSC: 'সুপ্রিম কোর্টের রায় অসঙ্গতিপূর্ণ', এবার বৃহত্তর আন্দোলনের পথে চাকরিহারারা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মিশ্র প্রতিক্রিয়া। 'সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করা হবে', এবার বৃহত্তর আন্দোলনের পথে চাকরিহারারা। তাঁদের মতে, 'সুপ্রিম কোর্টের রায় অসঙ্গতিপূর্ণ এবং চরমতম পক্ষপাতদুষ্ট। এই রায় কখনই হতে পারে না'। 

এদিন শহিদ মিনারের বৈঠকের পর চাকরিহারাদের একাংশ বলেন, 'আমরা কোনও একটা জায়গায় প্রথমে অবস্থান করব। জেলাভিত্তিক আন্দোলনের কর্মসূচিও নেব। পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়ে মানুষের কাছে আমাদের প্রতি অন্যায়টাকে তুলে ধরব। যে রায় এসেছে, অসঙ্গতিপূর্ণ এবং চরমতম পক্ষপাতদুষ্ট। এই রায় কখনই হতে পারে না। এই রায়ের রিভিউ পিটিশন করব'। 

চাকরিহারাদের একাংশের মতে,  'আমাদের সঙ্গে যে অবিচার হল, তাঁর একটা জনমতে প্রয়োজন আছে। সুপ্রিম কোর্টে মামলায় রিভিউতে ওঠার আগে মানুষের মুখ থেকে এই রিভিউয়ের দাবিটা ওঠে। অনৈতিক নয়স নৈতিকভাবে'। জানান, 'রাতে আলাপ-আলোচনা সারব। জেলা মিটিং করব। কাল ও পরশু বিবৃতি দিয়ে জানাব, কোন কোন জায়গায় কেমন হবে আন্দোলন করব'।

মুখ্যমন্ত্রীর 'ভলান্টিয়ার সার্ভিসে'র প্রস্তাবে রাজি নন চাকরিহারা শিক্ষকরা। তাঁদের সাফ কথা, 'আমাদের এখন যা অবস্থা, তাতে স্কুলে গিয়ে ভলান্টিয়ার সার্ভিস দিতে পারব না। ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য কি এতদিন পড়াশোনা করলাম? এখন উনি বলবেন সিভিক টিচার হতে, সেটা সম্ভব'?  এরপর শহিদ মিনারে ফিরে বৈঠকে বসেন চাকরিহারারা।

আরও পড়ুন:  Bengal SSC Recruitment Case: চাকরি বাতিলের পেছনে বড়সড় ষড়যন্ত্র! প্রতিবাদে এবার পথে নামছে তৃণমূল

আরও পড়ুন:  Supreme Court: চাকরিহারাকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক, 'সুপ্রিম' দ্বারস্থ পর্ষদ!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More