Home> কলকাতা
Advertisement

Kalighat Temple: কালীপুজোয় মহালক্ষ্মীর আরাধনা কালীঘাটে! মায়ের পুজোয় আছে নানা রীতি...

Kali Puja 2024: দক্ষিণা কালীকেই লক্ষ্মী রূপে পুজো করা হয় এ দিন। এ দিন মন্দির খোলা থাকবে সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত। 

Kalighat Temple: কালীপুজোয় মহালক্ষ্মীর আরাধনা কালীঘাটে! মায়ের পুজোয় আছে নানা রীতি...

অর্কদীপ্ত মুখোপাধ্যায়: কালীপুজোর দিন কালীঘাটে হয় লক্ষ্মীপুজো। অলক্ষ্মী বিদায় করে ঘরে লক্ষ্মী আনার এই রীতি কালিঘাটে দীর্ঘদিন ধরে চলে আসছে। একান্ন পীঠের অন্যতম কালীঘাট। কিংবদন্তি অনুসারে, সতীর দেহত্যাগের পর তাঁর ডান পায়ের আঙুল পড়েছিল এখানে। এটি শাক্ত ধর্মের গুরুত্বপূর্ণ স্থান এবং এখানে পুজো দিতে আসেন অসংখ্য ভক্ত।

আরও পড়ুন, Khirgram | Bardhaman: বৃদ্ধা রূপে দেখা দিয়েছিলেন স্বয়ং দেবী! এই পীঠের গল্প গায়ে কাঁটা দিয়ে দেবে...

অমবস্যায় অলক্ষ্মী দূর করার নিয়ম সারা হলে সন্ধ্যার পরে শুরু হয় লক্ষ্মীপুজো। দক্ষিণা কালীকেই লক্ষ্মী রূপে পুজো করা হয় এ দিন। এ দিন মন্দির খোলা থাকবে সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত।

সন্ধ্যা নামতেই মন্দিরের চারদিকে সাতপাক ঘোরার পরে একটি খড়ের পুতুলে আগুন ধরিয়ে দূর করা হয় অলক্ষ্মীকে। অলক্ষ্মী বিদায়ের পর গোটা মন্দির ধোয়া হয় গঙ্গা জল দিয়ে। এরপর শুরু হয় লক্ষ্মী পুজো। এটাই কালী ঘাটের রীতি। দক্ষিণা কালীকেই মহালক্ষ্মী রূপে পুজো করা হয় দীপান্বিতা অমাবস্যার রাতে।

পশ্চিমে হুগলি নদী, উত্তরে চিৎপুর খাল, পূর্বে লবণাক্ত জলের হ্রদ, আর দক্ষিণে আদি গঙ্গা। এর মাঝের জায়গাটাই কালীক্ষেত্র। এই কালীক্ষেত্র শব্দটিই ভাঙতে ভাঙতে লোকমুখে কালীখেত থেকে কালীঘাট হয়েছে।

আরও পড়ুন, Kali Puja at Tarapith Mandir: এই বিশেষ পদটি না থাকলে সেই ভোগ গ্রহণই করেন না মা তারা! তাঁকে দিতে হয় আস্ত এক পোড়া...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More