Home> কলকাতা
Advertisement

Kasba Law College Incident: আরজি কর মামলায় 'ধ*র্ষ*কের ফাঁসি' চেয়েছিল 'ক্রিমিনাল লইয়ার' মনোজিৎ! কসবা কলেজে সে-ই ধ*র্ষ*ক...

Who is Kasba law college gang rape case prime accused Manojit Mishra: সোশ্যাল মিডিয়ায় শালীনতার মুখোশ পরে থাকত মনোজিৎ মিশ্র।নেতাসুলভ ভাবমূর্তি বজায় রাখার চেষ্টা। তবে সামনে এসেছে তার বিকৃত কামের বিভিন্ন উদাহরণ।

Kasba Law College Incident: আরজি কর মামলায় 'ধ*র্ষ*কের ফাঁসি' চেয়েছিল 'ক্রিমিনাল লইয়ার' মনোজিৎ! কসবা কলেজে সে-ই ধ*র্ষ*ক...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মনোজিৎ মিশ্র (Manojit Mishra)। কসবা কলেজে গণধর্ষণকাণ্ডে (Kasba Law College Gang Rape) মূল অভিযুক্ত। অথচ তার ফেসবুক প্রোফাইলে গেলে দেখা যায়, সেখানে জ্বলজ্বল করছে লেখা, 'ক্রিমিনাল লইয়ার'। অথচ সে নিজেই এখন মূল অভিযুক্ত একটি ধর্ষণ মামলায়। শুধু তাই নয়, ধৃত মনোজিতের বিরুদ্ধে আগেও ছাত্রীদের হয়রানির অভিযোগ। সামনে এসেছে তার বিকৃত কামের বিভিন্ন উদাহরণও। এদিকেই এই মনোজিত-ই আবার সোশ্যাল মিডিয়ায় নারীবাদী!

সোশ্যাল মিডিয়ায় ধর্ষকদের ফাঁসির দাবি মনোজিতের!
সোশ্যাল মিডিয়ায় শালীনতার মুখোশ পরে থাকত মনোজিৎ মিশ্র। যাতে মেয়েরা তার দ্বারা প্রাভাবিত হয়, তাই সবসময়ই একটা ভদ্রতার মুখোশ পরে বা ভদ্রতার মোড়কে থাকত সে। সেখানে নেতাসুলভ ভাবমূর্তি বজায় রাখার চেষ্টা। জনসাধারণের সাহায্যে এগিয়ে আসা! এমনকি আরজি কর কাণ্ডের পর অভিযুক্ত সঞ্জয়ের ফাঁসির দাবিতেও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিল মনোজিৎ মিশ্র। গত ১৬ অগাস্ট সোশ্যাল মিডিয়ায় মনোজিৎ একটি পোস্ট করে। সেই পোস্টে ধর্ষকদের ফাঁসি দেওয়ার দাবি জানায় সে। এখন কসবা গণধর্ষণকাণ্ড সামনে আসার পর তার সেই পোস্ট ভাইরাল। এবার সে নিজের জন্য কী চাইবে, প্রশ্ন নেটিজেনদের!

নির্যাতিতার দ্বিতীয় মেডিক্যাল রিপোর্টও ভয়ংকর!
প্রসঙ্গত, কসবার সাউথ ক্যালকাটা ল' কলেজের নির্যাতিতার দ্বিতীয় মেডিকোলজিক্যাল পরীক্ষার রিপোর্টও ভয়ংকর। দ্বিতীয় মেডিকোলজিক্যাল পরীক্ষাতেও যৌনাঙ্গের ভিতরের অংশে ক্ষত পাওয়া গিয়েছে। বুক ও ঘাড়ের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। সর্বোপরি যৌন নির্যাতনের যথেষ্ট প্রমাণ মিলেছে নির্যাতিতার শরীর থেকে। ওদিকে পুলিসের জেরায় মনোজিতের ২ শাগরেদ প্রমিত ও জায়েব বিস্ফোরক স্বীকারোক্তিতে জানিয়েছে, পরিকল্পনা করেই ছাত্রীর উপর যৌন নির্যাতন। ওই ছাত্রীর সঙ্গে যে সে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায়, সেকথা দুদিন আগে নিজের দুই শাগরেদকে জানায় মনোজিৎ। ছাত্রী রাজি না হলে যে সে জোর করেই তা করবে, সেটাও প্ল্যান করে রেখেছিল মনোজিৎ। 

আরও পড়ুন, Kasba Law College Incident: নিজের স*ঙ্গ*মের মুহূর্তের ভিডিয়ো দেখিয়ে নিত 'কৃতিত্ব'! রাখত 'হিসেব'! ধ*র্ষ*ক মনোজিতের ভয়াবহ বিকৃ*ত কা*ম ...ভয়ংকর উদাহরণ...

আরও পড়ুন, Kasba Law College Incident: যৌ*নাঙ্গের ভিতরে মিলল... কসবা গণধ*র্ষ*ণে নির্যাতিতার দ্বিতীয় মেডিক্যাল টেস্ট রিপোর্টও ভয়ংকর!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More