Home> কলকাতা
Advertisement

Omar Abdullah Meets Mamata Banerjee: ওমরকে পাশে নিয়েই পহেলগাঁও কাণ্ডে কেন্দ্রকে তোপ দেগে মমতা জানালেন, 'পুজোর পর কাশ্মীর যাব...'

Omar Abdullah Meets Mamata Banerjee:  'বাংলার বহু পর্যটক কাশ্মীরে বেড়াতে যান। উনি বলছেন, নিরাপত্তা দেবেন, নির্ভয়ে বেড়াতে যেতে। আমরাও চাই মানুষ কাশ্মীরের মতো সুন্দর পর্যটন স্থানে বেড়াতে যাক। তবে বর্ডার এলাকায় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো কেন্দ্রের'। 

Omar Abdullah Meets Mamata Banerjee: ওমরকে পাশে নিয়েই পহেলগাঁও কাণ্ডে কেন্দ্রকে তোপ দেগে মমতা জানালেন, 'পুজোর পর কাশ্মীর যাব...'

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: কলকাতায় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত্‍ করলেন তিনি। বললেন, 'দিদি সর্বদাই জম্মু-কাশ্মীরের পাশে ছিলেন। সেজন্য আমরা কৃতজ্ঞ'। কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে।

আরও পড়ুন: Sreemoyee supports Kanchan Mullick: ট্রপিক্যালে দাদাগিরি! 'দুর্ব্যবহার শুরু করেন চিকিত্‍সকই, আমার গায়ের ওপর উঠে আসে', কাঞ্চনের পাশে শ্রীময়ী...

২ মাস পার। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীরের পর্যটন জোর ধাক্কা খেয়েছে। আতঙ্ক কাটেনি এখনও। ফলে সেভাবে এখনও পর্যটকদের দেখা মিলছে না ভূ-স্বর্গে। এই পরিস্থিতি কলকাতায় এসে মুখ্যমন্ত্রীকে কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে গেলেন ওমর আবদুল্লা। 

নবান্নে মমতার সঙ্গে বৈঠকের পর কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেন, 'পহেলগাঁও হামলার পর জম্মু-কাশ্মীরে যা পরিস্থিতি হয়েছিল, তারপর থেকে সীমান্তে গুলি চলেছে। সেই সময়েও দিদি প্রতিনিধি দল পাঠিয়েছিলেন। তাঁরা আমাদের সাহায্য করেছেন। এলাকা ঘুরে দেখেছেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। সেজন্য আমরা কৃতজ্ঞ'। তাঁর কথায়, বাংলার সঙ্গে কাশ্মীরের পর্যটন সম্পর্ক দীর্ঘদিনের। আমরা চাই বাংলার মানুষ নির্ভয়ে কাশ্মীর ভ্রমণে যান'।

আরও পড়ুন:  Sarthak Banerjee on Manojit Mishra: গণধ*র্ষ*ণের পর 'আড়ালের চেষ্টা'! মনোজিৎ প্রশ্নে সার্থক বন্দ্যোপাধ্য়ায় ঠিক এটাই...

এদিকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর, কাশ্মীরের নিরাপত্তা নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ কথা, 'বাংলার বহু পর্যটক কাশ্মীরে বেড়াতে যান। উনি বলছেন, নিরাপত্তা দেবেন, নির্ভয়ে বেড়াতে যেতে। আমরাও চাই মানুষ কাশ্মীরের মতো সুন্দর পর্যটন স্থানে বেড়াতে যাক। তবে বর্ডার এলাকায় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো কেন্দ্রের। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করা উচিত যাতে বৈষ্ণোদেবী, পহেলগাঁও, ডাল লেকের মতো সুন্দর জায়গায় মানুষ বেড়াতে যেতে পারেন নির্ভয়ে।' জানান, আমাকে কাশ্মীর যাওয়ার আমন্ত্রণ জানিয়েছি। আমি গ্রহণ করেছি। পুজোর পর আমি কাশ্মীর যাব'। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More