Home> কলকাতা
Advertisement

ধর্ষণকাণ্ডের পরও হুঁশ ফিরল না পুলিসের, শহরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

ব্রেবোর্ন রোডের ফুটপাথ থেকে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুনের পরও হুঁশ ফিরল না পুলিসের। বুধবার রাতে ওই এলাকা থাকল পুলিসশূন্যই।

ধর্ষণকাণ্ডের পরও হুঁশ ফিরল না পুলিসের, শহরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

ওয়েব ডেস্ক: ব্রেবোর্ন রোডের ফুটপাথ থেকে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুনের পরও হুঁশ ফিরল না পুলিসের। বুধবার রাতে ওই এলাকা থাকল পুলিসশূন্যই।

উল্টেফুটপাথের বাসিন্দাদেরই তুলে দেওয়া হল। মাঝে মধ্যে অবশ্য এলাকায় ঘুরে বেড়িয়েছেন দুজন পুলিসকর্মী। গতকাল ভোররাতে ন নম্বর ব্রাবোর্ন রোড থেকে বছর বারোর এক কিশোরীকে ওলা গাড়িতে তোলে দুই চালক। অভিযোগ, এরপর শঙ্কর সাউ ও গুড্ডু সিং মেয়েটিকে ওয়াটগঞ্জে নিয়ে যায়। সেখানে আকণ্ঠ মদ্যপান করে দুজন। তারপর গাড়ি করে কিশোরীকে নিয়ে যাওয়া হয় পার্কসাকার্স ফ্লাইওভারে। সেখানেই গাড়ির মধ্যে রাতভর ধর্ষণ করা হয় কিশোরীকে। তারপর শ্বাসরোধ করে খুন করে তাকে ফেলে দেওয়া হয় তপসিয়ার খালের ধারে।গ্রেফতার হয় ওলা চালক শঙ্কর সাউ ও গুড্ডু সিং। 

 

Read More