Home> কলকাতা
Advertisement

চিড়িয়াখানা, পার্কস্ট্রিট, সান্টাক্লজ, শীতের রোদে বড়দিনের আনন্দ চেটেপুটে নিল কলকাতা

চিড়িয়াখানা, পার্কস্ট্রিট, সান্টাক্লজ, শীতের রোদে বড়দিনের আনন্দ চেটেপুটে নিল কলকাতা

বড়দিন মানেই তুমুল আনন্দ। একরাশ হুল্লোড়। চুটিয়ে মজা। শীতের রোদ গায়ে মেখে বড়দিন চুটিয়ে অনুভব করল শহর কলকাতা। রাতেই সেজে উঠেছিল শহরটা। বড়দিনের সকালে ভিড়ে জমজমাট হল মহানগরী।

বড়দিনের আগে থেকেই ভিড় জমছিল আলিপুর চিড়িয়াখানায়। বৃহস্পতিবার কানায় কানায় পূর্ণ হল চিড়িয়াখানা। বড়দিনের চিরাচরিত ছবিটা কিন্তু দেখা গেল ময়দান, ভিক্টোরিয়া, মিউজিয়মে। এতে নয়া সংযোজন গঙ্গা পাড়ের মিলেনিয়ম পার্ক আর বাইপাসের নিক্কো পার্ক। শুধু ঘোরাঘুরি নয়। চলল পিকনিক। দেদার আনন্দ। চার্চগুলিতে প্রার্থনা। আর যত বেলা বাড়ল ভিড় উপচে পড়ল শহর। বড়দিনের আনন্দুটুকু চেটেপুটে নিতে।

 

Read More