Home> কলকাতা
Advertisement

SLST, Kolkata High Court: শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রশ্নে ভুল, বাড়তি নম্বর দেওয়ার নির্দেশ হাইকোর্টের

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে ইতিহাসের দুটি প্রশ্নে ভুল ছিল। আর একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে ইতিহাসে তিনটি প্রশ্নে ভুল ছিল।

SLST, Kolkata High Court: শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রশ্নে ভুল, বাড়তি নম্বর দেওয়ার নির্দেশ হাইকোর্টের

অর্ণবাংশু নিয়োগী: প্রশ্ন ভুল মামলায় বাড়তি নম্বর দেওয়ার নির্দেশ। বাড়তি নম্বর দেওয়া নির্দেশ  কলকাতা হাইকোর্টের (Kolkata High Court)। ২০১৬ সালের SLST পরীক্ষায় নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। 

প্রশ্ন ভুল মামলায় মামবাকারীদের অভিযোগ খতিয়ে দেখে সোমবার বাড়তি নম্বর দেওয়ার নির্দেশ দিল আদালত। ২০১৬ সালের SLST পরীক্ষায় নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে ইতিহাসের দুটি প্রশ্নে ভুল ছিল। আর একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে ইতিহাসে তিনটি প্রশ্নে ভুল ছিল। এই অভিযোগে মামলা করেন মামলাকারীরা। অভিযোগ, নবম-দশম শ্রেণির ক্ষেত্রে শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রশ্ন নম্বর ৬ এবং ৪০-এ ভুল ছিল। অন্যদিকে একাদশ-দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে প্রশ্ন নম্বর ১১,১২ এবং ২৩-এ ভুল ছিল। 

ভুল প্রশ্নে বাড়তি নম্বর দেওয়ার দাবি জানিয়ে মামলা করেছিলেন নবম-দশম শ্রেণির ক্ষেত্রে ২০ জন। একাদশ-দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে মামলা করেছিলেন ২ জন। এদিন আদালত অবিলম্বে অভিযোগ খতিয়ে দেখে বাড়তি নম্বর দেওয়ার নির্দেশ দিল সেই সব ভুল প্রশ্নে।

আরও পড়ুন, Haridevpur Teen Electrocuted: হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু, দায় কার? চাঞ্চল্যকর দাবি বিএসএনএল-সিইএসসির

আরও পড়ুন, Kolkata Suicide: নোটে নাম ৬ জনের, মোবাইলে ভিডিয়োতে লুকিয়ে রহস্য? পোস্তায় স্বর্ণ ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More