অর্ণবাংশু নিয়োগী: কলকাতায় কলেজ ফেস্টে অনুষ্ঠান করতে এসে সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যু। মৃত্যু নিয়ে রাজ্যের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। কেকের অনুষ্ঠানের জন্য কলেজ কর্তৃপক্ষ কীভাবে ইউনিয়নকে ৩০ লাখ টাকা দিল? লিনডো কমিশনের নির্দেশ, কোনও রাজনৈতিক দলের জন্য এত টাকা খরচ করা যাবে না। তারপরও কীভাবে টাকা বরাদ্দ হল? আদালতে প্রশ্ন তোলেন মামলাকারী। যার পরিপ্রেক্ষিতে এজির বক্তব্য, শাস্ত্রীয় সংগীত শিল্পীর চাইতে বলিউড তারকারা বেশি টাকা নেন। এটা জানা উচিৎ। এই সওয়াল পাল্টা সওয়ালের পরই সব পক্ষকে হলফনামা দিতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
প্রসঙ্গত, ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষেই অসুস্থ হয়ে পড়েন কেকে। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতেই এবার আদালতে হলফনামা জমা দিতে নির্দেশ।
প্রসঙ্গত, কলেজ ফেস্টে বেলাগাম খরচ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কেকে-র মৃত্যু সেই বিতর্কে আরও ঘি ঢেলেছে। এই পরিস্থিতিতে কেকে-র মৃত্যুর পরই অনুষ্ঠানের খরচ ঘিরে টিএমসিপি নেতৃত্বকে কড়া বার্তা দিয়েছে তৃণমূল নেতৃত্ব। কলেজ ফেস্ট ঘিরে বিলাসিতা নয়। আগামী দিনে কলেজ ফেস্ট ঘিরে উচ্ছ্বাস, খরচে লাগাম টানার নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব।
৩১ মে নজরুল মঞ্চে কেকে-র অনুষ্ঠানের আগে তুমুল বিশৃঙ্খলা ছড়ায়। গুরুদাস কলেজের টিএমসিপি ইউনিট এই অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানের আয়োজন ঘিরেই বিতর্ক। প্রশ্ন ওঠে, এত খরচ করে বলিউডের শিল্পীকে নিয়ে আসা! এত টাকা আসছে কোথা থেকে?