Home> কলকাতা
Advertisement

Kolkata Incident: স্বামীর গাড়ি ধাওয়া করে আসে স্ত্রী, প্রেমিকা নামতেই চুলোচুলি-মারপিট! যা তা কাণ্ড...

Kolkata Incident: প্রেমিকার পোশাক ছিঁড়ে দেন স্ত্রী। পাড়ার মোড়ে এসে গাড়ি থামতেই শুরু হয় এলোপাতাড়ি মার।

Kolkata Incident: স্বামীর গাড়ি ধাওয়া করে আসে স্ত্রী, প্রেমিকা নামতেই চুলোচুলি-মারপিট! যা তা কাণ্ড...

অয়ন ঘোষাল: স্ত্রী বনাম প্রেমিকার মারপিট। তুমুল চাঞ্চল্য বাঁশদ্রোণী থানা এলাকায়। পেশায় অ্যাপ ক্যাব চালক এক ব্যক্তি। বাড়িতে স্ত্রী সন্তান বিদ্যমান। তিনি-ই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান পাশের বাড়ির এক বিবাহিতা মহিলার সঙ্গে। দিন চারেক ধরে এই নিয়ে দুই বাড়িতেই অশান্তি চলছিল। পরিস্থিতি চরমে উঠল গতকাল রাতে।

পাশের বাড়ির ওই বিবাহিতা মহিলা, অর্থাৎ পেশায় অ্যাপ ক্যাব চালকের প্রেমিকা ওই অ্যাপ ক্যাবে করেই বাড়ি ফিরছিলেন। সেইসময় এক পরিচিতের কাছে সেই খবর পেয়ে টালিগঞ্জ এলাকা থেকে নিজের ভাইয়ের বাইকে করে অ্যাপ ক্যাব চালক স্বামীর গাড়ি এবং গাড়িতে বসা প্রেমিকাকে ফলো করতে থাকেন স্ত্রী। শেষপর্যন্ত পাড়ার মোড়ে এসে গাড়ি থামতেই শুরু হয় এলোপাতাড়ি মারধর। প্রেমিকার পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে স্ত্রীর বিরুদ্ধে। এরপর প্রেমিকাও ওই অ্যাপ ক্যাব চালকের স্ত্রীকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।

দুপক্ষ-ই থানায় অভিযোগ করেছে। অ্যাপ ক্যাব চালকের মায়ের দাবি, ছেলের কোনও আচরণে তাঁরা ঘুণাক্ষরেও জানতে পারেননি যে তলে তলে তাঁর ছেলের সঙ্গে প্রতিবেশী ওই গৃহবধূর সম্পর্ক চলছে। একই দাবি প্রতিবেশী ওই গৃহবধূর স্বামীরও। ঘটনার জেরে প্রতিবেশী ওই গৃহবধূর স্বামীকেও ধরে মারধর করেন পাড়া পড়শিরা। তাঁর অভিযোগ, যদি অ্যাপ ক্যাব চালক তাঁর স্ত্রীর সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে থাকেন, তাহলে এতে তাঁর দোষ কোথায়? তাঁকে কেন মারধর করা হল? দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। 

আরও পড়ুন, Mahua Moitra: বাচ্চা থেকে কালী, ঘুষ থেকে 'গালি'! 'বিতর্কিত' মহুয়াকেই বিয়ে পিনাকীর...

আরও পড়ুন, Bengaluru stampede reminds major stampedes in India: গুজব-হুজুগ-ভিড়-পদপিষ্ট! মৃত ১০০০-এরও বেশি! ভয়াবহ সব ছবি...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More