জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিবাহবার্ষিকীর উপহার বদলে গেল দুঃস্বপ্নে। গুজরাত থেকে পুলিস চলে এল শহরের এক আইনজীবীর বাড়িতে। তিনি যে দামী মোবাইলটি স্ত্রীকে উপহার দিয়েছেন, সেই মোবাইলটি নাকি সাইবার অপরাধের সঙ্গে যুক্ত! কীভাবে এই মোবাইলটি ফের বিক্রি করা হল? কারা-ইবা বিক্রি করল? তদন্ত চলছে।
ঘটনার সূত্রপাত চলতি বছরের গোড়ায় দিকে। সল্টলেকে বাসিন্দা ওই আইনজীবী বিবাহবার্ষিকীতে স্ত্রীকে উপহার দেওয়ার জন্য় কলকাতার মিশন রো এক্সটেনশন এলাকা থেকে একটি মোবাইল কিনেছিলেন। দাম, ৪৯ হাজার টাকা। সিল করা প্য়াকেটে মোবাইলটি হাতে পেয়েছিলেন তিনি। সঙ্গে আবার জিএসটি বিল। ফলে সন্দেহ তো হয়ইনি, বরং মনে হয়েছিল, স্ত্রীকে উপহার দেওয়ার জন্য় একেবারে যথার্থ। কিন্তু ভুল ভাঙল সপ্তাহ খানেক পর।
আইনজীবীর স্ত্রী ততদিনে মোবাইলটি ব্যবহার করাও শুরু করে দিয়েছেন। গুজরাতের রাজকোট থেকে পুলিস এসে হাজির বাড়িতে। পুলিসের দাবি, সাইবার অপরাধ সংক্রান্ত একটি মামলা তদন্ত চলছে। সেই তদন্তে আইনজীবীর স্ত্রী যে মোবাইলটি ব্যবহার করছেন, সেই মোবাইলটি হদিশ মিলেছে। অনলাইন প্রতারণার ব্যবহৃত মোবাইলের সঙ্গে ওই মোবাইলটির International Mobile Equipment Identity (IMEI) মিলে গিয়েছে।
এ কী করে সম্ভব? মাথায় আকাশ ভেঙে পড়ে ওই দম্পতির। পুলিসের কাছে তাঁরা বলেন, আইন মেনে মোবাইলটি কিনেছেন এবং অপরাধমূলক কাজের মোবাইলটি কোনও যোগ নেই। শেষে মোবাইল স্টোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই আইনজীবী। পরে মামলাটি বউবাজার থানায় স্থানান্তরিত করা হয়। কারণ, দোকানটি এই থানার এলাকায়। দোকান মালিক ও ডিস্ট্রিবিউটরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। প্রাথমিকভাবে অবশ্য সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য বাজেয়াপ্ত করা হয়েছে।
ঘটনাটি কিন্ত গুরুতর। অন্তত তেমনটাই মনে করছেন কলকাতা পুলিসের এক পদস্থ আধিকারিক। তাঁর মতে, যদি চক্র থেকে থাকে, তাহলে ক্রেতা বিপদে পড়তে পারেন। নতুন ফোন করতে গিয়ে আইনি সমস্যায় জড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)