Home> কলকাতা
Advertisement

Kolkata Old Woman Death: দুই ছেলের মৃত্যু! তালাবন্ধ দরজার ভিতরে একাকী বৃদ্ধার মর্মান্তিক পরিণতি...

Kolkata Incident: রোজ পাড়ার লোকে তাঁকে বাইরের বারান্দায় দেখতে পেতেন। কিন্তু বুধবার দুপুরের পর থেকে এলাকার বাসিন্দারা দেখেন...

Kolkata Old Woman Death: দুই ছেলের মৃত্যু! তালাবন্ধ দরজার ভিতরে একাকী বৃদ্ধার মর্মান্তিক পরিণতি...

বরুণ সেনগুপ্ত: নমিতা পাল, ৭৬ বছর বয়স! ১০/১ শার্পেন্টাইন লেন। বৃদ্ধা একাই থাকতেন! দুই ছেলেই মারা গিয়েছেন। বুধবার সন্ধ্যা নাগাদ মুচিপাড়া থানায় খবর যায় দীর্ঘক্ষণ তালাবন্ধ অবস্থায় রয়েছে বাড়ি। আর তারপরই মুচিপাড়া থানার পুলিস সামনের গেট ভেঙে ভিতরে ঢুকে উদ্ধার করে বৃদ্ধার মৃতদেহ। গলায় কাপড় জড়ানো অবস্থায় মেঝেতে পড়েছিলেন। শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে পুলিসের প্রাথমিক অনুমান।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ চূড়ান্ত করে জানা যাবে বলে জানিয়েছে পুলিস। রোজ পাড়ার লোকে তাঁকে বাইরের বারান্দায় দেখতে পেতেন। কিন্তু দুপুরের পর থেকে এলাকার বাসিন্দারা দেখেন দরজা বাইরে থেকে তালাবন্ধ। এই দেখেই পাড়ার লোকের সন্দেহ হয়। পুলিসকে খবর দেয়। প্রশ্ন উঠছে, যদি তিনি আত্মহত্যা করে থাকেন, তাহলে দরজা বাইরে থেকে কীভাবে বন্ধ হল? কে বন্ধ করল? আর দেহও গলায় ফাঁস দেওয়া অবস্থায় মাটিতে পড়েছিল!

ঘর থেকে কী কী খোওয়া গিয়েছে তা দেখছে পুলিস। যেহেতু তিনি একা থাকতেন তাই তাঁর ঘরে কী ছিল, কী খোওয়া গিয়েছে, আদৌ কিছু খোওয়া গিয়েছে কিনা, তার সবটাই খতিয়ে দেখছে পুলিস। কী কারণে কে ওই বৃদ্ধাকে খুন করল? তা নিয়ে ধোঁয়াশা। ধন্দে তদন্তকারী অফিসাররাও। সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুন, World top 5 deadliest plane crashes: WATCH| ৫৮৩ জনের মৃত্যু! বিশ্বের ইতিহাসে ভয়ংকরতম বিমান দুর্ঘটনা, আর ভারতে...

আরও পড়ুন, Second Hooghly Bridge: ৩ দিন 'বন্ধ' বিদ্যাসাগর সেতু ও সংলগ্ন অনেক রাস্তা! ঘুরপথে কীভাবে যাবেন, জেনে নিন রুট ম্যাপ...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More