Home> কলকাতা
Advertisement

Rooftop Restaurant Ban in Kolkata: আগুন থেকে বাঁচতে পুরসভার বড় নিদান! কলকাতায় বন্ধ সব রুফ টপ রেস্তোরাঁ আর ক্যাফে...

Kolkata Municipal corporation: শহরে 'ছাদ-বিক্রি'! বেআইনি রুফটপ রেস্তোরাঁয় কড়া কলকাতা পুরসভা। পর পর এত আগুন লাগার ঘটনায় বড় সিদ্ধান্ত মেয়রের। কলকাতায় বন্ধ সব রুফ টপ রেস্তোরাঁ। 

Rooftop Restaurant Ban in Kolkata: আগুন থেকে বাঁচতে পুরসভার বড় নিদান! কলকাতায় বন্ধ সব রুফ টপ রেস্তোরাঁ আর ক্যাফে...

রক্তিমা দাস: শহরে কোনও রুফ টপ (Rooftop Resturant) রেস্তোরাঁ থাকবে না। সব রুফ টপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিল কলকাতা পুরসভা (KMC)। মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানালেন, ছাদ অকুপাই করা যাবে না। বেশ কিছুদিন আগে ফিরহাদ জানিয়েছিলেন, 'আইনি কাগজপত্র না থাকলে ভেঙে ফেলা হবে'। কোন বহুতলের ছাদ দখল হয়ে গিয়েছে? বিক্রি কিংবা ভাড়া দেওয়া হয়েছে? পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগকে খতিয়ে দেখার নির্দেশও দেন তিনি। 

আরও পড়ুন, Train Service: ওভারহেড তারে গাছ ভেঙে বিপত্তি! কালবৈশাখীতে ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা...

ঘটনাটি ঠিক কী?

কলকাতায় অলিগলিতে এখন বহুতল। চড়া দামে বিকোচ্ছে ফ্ল্যাট। এমনকী, খালি নেই বহুতলের ছাদগুলিও! রুফটপে রমরমিয়ে চলছে রেস্তোরাঁ, বার, এমনকী, হুক্কা বারও। কিন্ত ট্যাক্স নেওয়া তো দূর, পুরসভার কাছে কোনও তথ্য়ই নেই। সূত্রের খবর তেমনই। তারপরে আগুন লাগলে ছাদ বন্ধ থাকায় বাড়ছে নানা সমস্যা। মেয়র ফিরহাদ হাকিম তখন বলেন, 'আমরা ছাদ রাখি এই কারণে যে, যদি নিচে আগুন ধরে, তাহলে লোক গিয়ে ছাদে থাকে। দমকল সিঁড়ি ছাদ থেকে তাঁদের উদ্ধার করে। এখন সেই ছাদগুলি বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য় ছাদ বিক্রির প্রবণতা বেড়ে গিয়েছে। সব রেস্তোরাঁ, ডিস্কো, হুকা বার সব ছাদে হচ্ছে। ছাদের সেজন্য় আগুন ধরছে'। 

তখনই মেয়র জানান, আমরা বলেছি, কত কত কোথায় আছে! সার্ভে করে অবিলম্বে সেগুলিতে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করার জন্য'। এ ঘটনার পর সম্প্রতি শহরে একের পর এক আগুন লাগার ঘটনায় এবার বড় পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুরসভা। 

আরও পড়ুন, Dilip Ghosh: মমতা ঘনিষ্ঠতা অন্য রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? রাখঢাক না করে দিলীপ ঘোষ স্পষ্ট জানালেন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More