Home> কলকাতা
Advertisement

KMC Election 2021: পুরভোটে একই আসন থেকে লড়াই দুই বাম শরিকের, দ্বন্দ্বে আলিমুদ্দিন

কলকাতা পুরভোটে এবার মুখোমুখি লড়াইয়ে নামছে বামফ্রন্টের দুই শরিক। 

KMC Election 2021: পুরভোটে একই আসন থেকে লড়াই দুই বাম শরিকের, দ্বন্দ্বে আলিমুদ্দিন

নিজস্ব প্রতিবেদন: কলকাতা পুরভোটে এবার মুখোমুখি লড়াইয়ে নামছে বামফ্রন্টের দুই শরিক। ১০৬ নম্বর আসনে আরএসপি এবং সিপিএম এর প্রার্থীরা লড়াই করবেন এঁকে অপরের বিরুদ্ধে। প্রাথী তালিকা অনুযায়ী ফ্রন্ট শরিক আরএসপি-এর ভাগের আসনে প্রার্থী দিয়ে দিয়েছে সিপিএম। যাদবপুর বিধানসভার ১০৬ নম্বর ওয়ার্ডটি বামফ্রন্টের আসন বণ্টনের নিরিখে আরএসপি-র ভাগে পড়ে। সেই ওয়ার্ডে সিপিএম প্রার্থী দেওয়ায় তৈরি হয় জটিলতা। 

এখন নিজেদের ভাগের আসন ছাড়তে চায়নি আরএসপি। যদিও সিপিএম নেতাদের দাবি, আরএসপি আদৌ প্রার্থী দিচ্ছে বলে জানেনা তাঁরা। বামফ্রন্টের প্রার্থী তালিকায় দেখা যায় ওই ওয়ার্ডে প্রার্থী হয়েছেন সিপিএমের দীপঙ্কর মণ্ডল। পাল্টা মনোনয়ন দাখিল করেন আরএসপি-র অলোক চট্টোপাধ্যায়। ৪ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও সিপিএম বা আরএসপি, কেউই মনোনয়ন প্রত্যাহার করেনি, এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন, Sukanta Majumder: আনন্দপুর থেকে গ্রেফতার ২১ বাংলাদেশি; মাদ্রাসায় লুকিয়ে ছিল তারা, দাবি বিজেপির

প্রসঙ্গত, ১০৪ এবং ১০৬ নং ওয়ার্ড এ নজিরবিহীন সিদ্ধান্ত। প্রার্থীপদ প্রত্যাহার নিয়ে দোটানায় আলিমুদ্দিন। এই আসনে প্রার্থী দেওয়ার পক্ষে সিপিএমের দাবি, যেহেতু যাদবপুর বিধানসভায় আরএসপি-র তুলনায় তাদের সংগঠন ভাল জায়গায় রয়েছে, সেই যুক্তিতেই প্রার্থী দিয়েছে তাঁরা। তবে সূজন চক্রবর্তীর অবশ্য দাবি, ''সিপিএমের পরিচিত মুখ, এলাকায় ভালো কাজ করে, স্থানীয় মানুষের চাহিদা বুঝেই প্রার্থী দেওয়া হয়েছে।'' 

তবে কলকাতায় এই প্রথমবার হলেও আগে এ ধরনের শরিকি লড়াইয়ে সাক্ষী থেকেছে রাজ্য। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More